মানুষ কত স্বপ্ন দেখে; দেখে জাগবে কবে!
হাজার ফুলেরই মাঝে; একটি উজ্জ্বল নয়ন
একে অপর আপন জনা; কত আদর মহত্ত্বে
অনুপ্রেরণা জাগে কতশত; মন বলে হায়রে!


এক সময়ে জেগেছি ছোটদের জন‍্যে অন‍ন‍্য
সারা জাগানো অমূল‍্য কখনও নয়তো ভেদ!
ওরা আমরা একই মানুষ; এক অন‍্যভূক্তের
সকলে মিলে হবো বড়; সুখে দুঃখে একত্রে।


ওদের মতন আমিও ছিলাম ঐ'বয়স মনটি
ছিলাম ওদের জন‍্যে আত্মার মহত্ত্বার সেরা।
ছোখের আড়াল হলেই
চলমান..