এমন কি কর্ম করেছি জীবনটিতে
রাখবে মানুষ আমাকে মনে।
নিজেকে জানা বুঝার পূর্বেই অবুঝে
ঝড়ায়ে ফেলেছি সকল ফুল।


আমাকে তোমরা ভুলে যাবে কেন?
কেনই বা ভুলবে না বলো?
এমন কি কাজ করেছি কল‍্যাণ কর!
নিজের জন‍্যে প্রথমত: সেই!


অন‍্যদের মাঝেও রেখেছি কখনও
সুকর্ম ফল হিসাব ট‍্যালী?
সেই মন কি পেতে পারে পূর্ণতা?
মানুষ রূপ জন্ম সবই ঠিক।


প্রকৃত মানুষ হতে পেরেছি কি না
এ'ভব তটে জীবন শুধুই;
হা-হা-কা-র এক অতিনগন্নতাতে
তাই আমাকে ভুলে যাবে।


না না না! কেউ আমাকে ভুলবে না
সেই কর্মই চাই বিধাতায়।
কর্ম ফলই যেন বাঁচিয়ে রাখে আমাকে
সর্বোস্তর সম্মানের সহিত।


হে আল্লাহ্ দিও তেমন কর্ম কল‍্যাণ কর
তবেই না রইবো তোমাতে।
রাখবে তুমি জগত সংসার ধর্ম শিষ্ঠাচার
উষা মনটি প্রেরণা  অপূর্বতা।
*************************
বাণী: এমনকোনকর্ম জীবনে না করা। যা এক সময় মানুষ কমানুষকেই চেনেন না। যা সঠিক নয়। এমন কর্ম মানুষ হিসাবে জীবন জীবিকাতে ব্রত: সুকর্ম ফলই তাদের সর্বোত্র মনে রাখবেন মানুষেরাই।