বাংলা মায়ের মাতৃভাষা শত শহীদের রক্তে অর্জিত
রক্ষা মাতৃভাষা বাংলা ঊনিশশত বায়ান্ন উদ্র্ধহতে।
এই দেশ বাংলা স্বাধীনতা লাভ ঊনিশশত একাত্তুর
বহুদেশ দিতে চাইনি অর্জন এই বাংলা স্বাধীনতা।


কত শত হাজার দোসরনীতি পররাষ্ট্রনীতি কূটননীতি
যেন এই দেশ পরাধীনতা কাঁটতে ছিলনা কিছুতেই!
বরবর জাতি পূর্ব পাকিস্তান ও ব্রিটিশ আগ্রাসন
নীল চাষ বাংলার এক অবিচ্ছেদ‍্য কৃষক শত শ্রম পন্ড।


চাষ হয় হতো এই বাংলারই মাটির বুকে আর ভোগ
ঐ'ব্রিটিশদের বিলাস জৌলুস উপভোগ মহোৎসব।
একেক করে নিপীড়নধীরে ধীরৈ বেড়েই যেতে থাকে
পশ্চিমাদের বরবরতা বাংলার জনতার অধিকার খর্ব।


যখন বাংলার জনতার পিঠ ঠেঁকে দেওয়াল খানায়
মাথা গুঁজার ঠাঁই পর্যন্ত পরাধীনতার বেঁড়া ভেদে।
কোথায় আর রক্ষা সেই চেতনায় গর্জে উঠে জনতা
আপামোর বাংলার নিপীড়ন অভূক্ত শক্তিরা দল।


সেই দীক্ষা খুব প্রয়োজন হয়ে পড়ে দেশ স্বাধীনতা
ঐ'চরম মূহুর্ত কে নেবে নেতৃত্ব বাংলা রক্ষা প্রাণ।
তখনই আর্বিভাব মনোবল অসাধারণ আত্মঃপ্রত‍্যয়ী
বলিষ্ঠ মানবতা চেতনাবোধ জাগ্রত বঙ্গনেতা মুজিব।


তিনিই হাতে তূলে নেন দেশ ও দেশ জনতার কষ্ট
কথা সুখের নীড় ঠিকানা নির্ধারণ অস্তিত্ব অবকাশ।
কোথায় মানবতা জীবনবোধ মানবিক চেতনা পূরণ?
সেই অনুশাসন ভেদ রক্ষা বীরবল মনোবল মনুষ্য!


গর্জে ঊঠেন বাংলার বাঙ্গালীর দিন মজুর মানবতার
কল্যাণ আমরা বাঙ্গালী ছিলেন অসাধারণ দীক্ষিত!
তেয্য-বীর্য্যের অক্যুত ভয়ের অনন্য বীর মুক্তিযোদ্ধা
দেশ প্রেমিক সামন সাঁড়ি দলনেতা গুণিজন বাংলা।


আমার বাংলা; আমি ভালোবাসী; এই বাংলাকেই
কভূ অচেনা হবে না দেশ প্রেম হাজার ঝঞ্জাতেও!
আমি আমার দেশ বাংলাকেই ভালোবাসী হৃদয়ের
অনন্তস্থল হতে আমার বাংলা আমি বাঙ্গালী হৃদ।
××××××××××××××××××××××××××
বাণী: দেশ প্রেম সকল নাগরিকের মাঝেই থাকতে হবে। তবেই দেশ প্রেম নাম স্বার্থকতা লাভে দেশের প্রয়োজন যথার্থতায় স্বার্থক বলে গণ্য হবে। আর দেশ একজন নাগরিকের নিকট হতে সেই কামনাই করে।