আমার অবেলার মাঝেই
সকল সময় বেলা খুঁজেছি।
সেই অবেলা মানে কষ্টের সময়
কষ্টকেই হাসি মুখে জয় প্রত‍্যয়।


এমন করেই আমার বেলা চেনা
বেলার খোঁজেই অবেলার দেখা।
আমার জীবন আমার ভাবনা
আমার আমি আমাকে চেনা।


যখনই বুদ্ধি আমায় দেখা বিধাতার দয়ায়
তখন হতেই জানতে রয় অনুপ্রেরণা
ঐ’না বুঝে কখনো আমি সুখ খুঁজি নাই
আমি খুঁজেছি প্রেরণা কর্মময় জীবন।


কোথা দুঃখ আমি তাও খুঁজি না কখনো
আমার চেতনা সকল তরে দেশ জনতা।
বিধাতার বিশেষ অনুগ্রহ প্রাপ্তি মানুষ সৃষ্টি
সেই মানুষেরা হবে সুবুদ্ধির দীপ্তমান।


উদরতা জীবন সুকর্ম কামনা শত বিঘ্নতাতেও
জ্ঞান অর্জনে হই আগ্রহের সেরা অর্জন।
নিজে জাগবো; জাগাবো অন‍্যদের।
নিজ চাওয়া ও অপর প্রতি তেমন মনটি।


সেই মহান সেবক মনটির খোঁজে
আমার অবেলা তাই তো শুধুই স্মৃতি।
কর্ম-নিষ্ঠাই চলমান জীবন সফলতা
এমন করেই বেলা চেনা অবেলা ভাব।


আমার জীবনের চাওয়া-পাওয়া একান্ততা
চাইনি কারো ভালোবাসা এ’ধরার বুকে।
চেয়ে আসছি শুধুই বিধাতার অনুগ্রহ
জীবন যেন ধন‍্য করেন এ’ভব তটে।


পরিশুদ্ধিতা লাভ নিজসহ প্রতিবেশীতেও
যতটুকু পাই না কেন নিজ জীবনটিতে।
তার চেয়েও যেন বেশি কল‍্যাণী চেতনা
মন রয় মানবতা আমার চেনা অবেলা!