শিশুকাল দেশ স্বাধীনতার পর হতে
আজও চলমান, দেখে আসছি!
এই সমাজ বুকে সমাজ ব‍্যবস্থা কর্ম
সমাজ ও সমাজের মানুষ আমরা।


অন‍্যায় অপরাধ ন‍্যায় নিয়ম রীতিকথা
বিচার-বিচারক-সুবিবেচক-বিবেচ‍্য।
জোর যার মূল্লুক তার সমাজ মাতব্বর
ওরা এক দল; বিচারে মুখোশ পড়া।


লোক দেখানো ওরাই একত্রে নেশাখায়
আড্ডা দেয় গরীবের ধন মেরে।
বড় বড় কথা বলে লোক সমাজ তটেই
দাম্ভিকতা গাড়ি-বাড়ি-সাঁজগোছ।


আবার দেখা সমাজ নেতার সাথে সঙ্গী
ওরা কারা জানেন?
ওরা একশ্রেণির গরীব নেশাগ্রস্থ সন্ডারা
সহযোগিতায় রয় সকল মন্দ কুকর্মে।


কাদের সহযোগিতায় রয় জানি কি?
ঐ'যে সমাজ বদমাহিশ নেতাদল।
ঐ'সকল সন্ডাপন্ডা নেশাখোড় গরীবরাই
সর্বনাশ করে গরীদের মা-বোন-ইজ্জত।


তুলে দেয় সমাজ সর্বনেশার দলনেতায়
মানবতা কোথায় না গরীব-গরীবে?
না আছে ধনী-ধনীতে? অর্থ আর বংশশক্তি
ঐ'ধরণ ভয়ে চেপে থাকে মনোকষ্টে।


কেন মানুষ হতে মানুষ এমন কর্ম-চাওয়া?
প্রশ্ন আমায় বিদ্ধ করে মন মাঝে।
এমনই তে মানব জীবন খুবই কষ্ট-সাধ‍্যের
জীবন গড়তে কঠোর পরিশ্রম করা।


কর্মময় জীবনে যুদ্ধ করেই উপার্জন করতে
কি যে বেদনার যন্ত্রণা পোহাতে হয়।
ভাল মানুষ যারা তারাই শুধু একমাত্র জানে
ঐ'যে সমাজ নেতারা ওরা বুঝবে না।


কারণ ওরা জানে ধর্ম-কর্মনাম মাত্র বিশ্বাস
পাপ বলে কিছু মনে ধারণ করে না।
ওদের পাপ-পূর্ণ নেই, ওরা সব সময় সঠিক
ঐ'মন অমানুষ কর্মস্থলেও রয় ভরা।


এক সময় ঠিকই পাপের শেষ হয় ভন্ডদের
প্রজন্মরাও দেখে শুনে শিখছে কি?
না ওরা ওদের দেখেও শেখে না সংশোধনও
হয় না, বরং ওদের অনুকরণই করে।


ওরাও আবার একদিন শেষ মেষ ধ্বংস হয়
নৈতিকতা অবক্ষয় অসভ‍্যতায়।
তাই তো আমার চাওয়া কেন মানুষ মানুষকে
করছি অবহেলা?


কেউ পারি দিতে পারে না বিধাতার শাসনের
তাই তো বলি ছোট-বড় সকলেই শোন!
এসো সঠিক পথের পথিক হই
সভ‍্যতা ফিরাই প্রজন্ম সঠিক পথ নির্দেশনায়


সমাজ হবে অনন‍্য সভ‍্যতা ভরা এক বিরল
উদাহরণ এমন সমাজ ব‍্যবস্থা!
সভ‍্যতায় অসাধারণ সুখ-শান্তি-বিরাজমান
আমার চাওয়া সমাজ মানুষপ্রতি।


ধনী মধ‍্যবিত্ত আর গরীব নয়; সকলেই সুখী
এ'ধরণীতে যার যার জায়গা হতেই।
এমন চাওয়া-পাওয়া-আমি কবি তোমাদেরই
এসো সংকল্প করি হিংসা নয় সমতা!
**************************
বাণী: সমাজের গোড়ামী সমাজ নেতাদের বলছি! তোমরা সমাজের মানুষ ঠকানোর নেশায় বিধিব‍্যস্হ না হয়ে। নিজের মূল যোগ‍্যতা সততা ও শিক্ষাসহ উত্তম কর্মে নিয়োজিত হওয়ার সংকল্প করো। সুন্দর স্বভাব-চরিত্র গঠন হবে। হবে প্রকৃত সভ‍্যতা মানুষ। জীবন সায়াহ্নে পাবে অপবাদ গরীব-দুঃখি ঠকানো শোক অনুতাপ অভিষাপ বার্তা।