আমার দেখা দ্বিতীয় ভ্রমণ দেশ
অসাধারণ সাঁজানো-গোছানো!
অনন‍্য মানবের পরিবেশ সত‍্যই
অতুলনীয় এশিয়ার একটি দেশ।


এতো টাই প্লান করে তৈরি করা
রাস্তা-ঘাট-দোকান-পাট-অফিস-
আদালত-আবাসিক অবকাঠামো;
এমন প্লানিং যেন একটি বৃক্ষরাজ!


বাদ পড়েনি ঐ'দেশের সৌন্দার্যতা
দৃষ্টি আকর্ষণ নজর কাঁড়া অপরূপ
শোভায় শোভিত চমৎকার চেতনা।
সভ‍্যতা বিকাশ চাদর ঘেরা শোভা।


শুধু তাই নয়তো আসলেই মানুষই
পারে বিধাতার দয়ার অশেষ কৃপা!
জ্ঞানের উৎকর্ষতার সেরাটা পেতেই
সৃষ্টিকর্তা মানুষ মানুষের কল‍্যাণেই।


কি যে জ্ঞান উপলব্দে কল‍্যাণ কর
বিদ‍্যা দান করেছেন। তা আর কি
যায় বোঁঝানো সকল জ'না জনতা
না যাবে না, সকল পারে কি সব?


যা করে দেখায়ে দিয়েছেন যিনিই
রত্ন মাহাতীর মুহাম্মদ প্রেসিডেন্ট!
মালোয়েশিয়ার  আলোক উজ্জ্বল
অন্ধকার হতে দীপ্তমান জঙ্গলময়


সবুজ সফল পাহাড়কে অনন‍্যবাস
কত দেশের লোক জনেরা কর্মরত!
নানান দেশের লোকদের পদচারণা
মুখোরিত কত কর্মসংস্থায় হোটেল


মোটেল রেস্তোরাতে ভাল লেগেছে
দেখা হল চিরচেনা টুইনটাওয়ারটি।
সুউচ্চের চমৎকার বৈশিষ্ট‍্যের কারু-
কার্য‍ নক্সার দৃষ্টি-নন্দন-পর্যটকার্ষণ।


আমিও প্রেমিক হয়েছি ঐ'দেশেরই
প্রতি ভালোবাসা জেগেছে হ্নদয়টি।
এমন করেই সুগঠিত করে সাঁজানো
আকর্ষনীয় ভিজিটর পরিদর্শিত দেশ।


আসলে না চোখে না দেখলে বোঁঝা
ও জানা বড় দায় যারা দেখা পায়নি!
ঐ'দেশটি মালোয়েশিয়ার সকল স্তর
শোভা ভরা আমার চোখে দেখা সুখ।


কিভাবে দেখা হয় ঐ'আকর্ষনীয় দেশ
গত ২৫'মার্চ'২০২৩ তারিখ পিএইচডি
অব ব‍্যবসায় প্রশাসন সনদপ্রাপ্তি মিলন
মেলা উচ্চডিগ্রী প্রদান বিশালতা পর্ব!


হাতছানীতে হ্নদয় তৃপ্ত অতি মহত্ত্বারই
জাগ্রত অবর্ণনীয় এক প্রেম বণার্ঢতায়
ভরপুর সমৃদ্ধি মালোয়েশিয়া শিক্ষামন্ত্রী
তাঁর উপস্থিতিতে প্রাপ্তি ডক্টরেট ডিগ্রী।।


সমস্ত দেশ বরেণ‍্য সম্মান ভূষিত গুণিরা
অর্জন করেন তাদের গবেষণা মহামূল‍্য
-বান জ্ঞানকোষ সনদ-পত্র ও সম্মাননা
কনভোকেশন এক বুফে মিলন মেলাটি।


অনুষ্ঠিত হয় স‍্যুইচ গার্ডেন পাঁচ তাঁরকা
কুওয়ালা-লামপুর মালোয়েশিয়া রাজ‍্যে।
২৬'মার্চ'২০২৩ তারিখ, রবিবার, সকাল:
দশটা ত্রিশ মিনিটে সমাপ্তি দুপুর তিনটা।


ঐ'মিলন মেলার একজন সামান‍্য মানুষ
হতে পেরে দেখতে পেলাম স্বপ্নের দেশটি।
তাইতো নিজেকে প্রকাশ করতে পারলাম
এমন দেশেটির মত দেশ গড়তে চাই যে।


আমার দেশ সোনার বাংলাদেশ সর্বোত্রে
আমি হবো সকাল বেলার পাখি সকলের
আগে উঠবো আমি জেগে; সকল সন্তান
এদেশের জাগাবো সর্বাগ্রে আমি সুদীক্ষা!


জাগবো জাগাবো শুনবো শোনাবো সবে
কেমন করে সমাজ দেশ গঠন করতে হয়
জেনে জানা জ্ঞান সততার সঠিক প্লানটির
প্রয়োগ অনন‍্য শোভায় ভরা মন জ্ঞানালো!


চমৎকার এক অসাধারণ ভাবনা এ'ধরায়
আমি তাই তো সকল মানব কল্যাণ চাই!
প্রকৃত মানুষ হবে দীপ্তমান ভাবনা অবতরণ
সত্যই সম্ভাব কষ্টমূল্য অর্জন শতধা পূরণ।
×××××××××××××××××××××××
বাণী: মানুষের ইচ্ছা যখন সৎ থাকে আর কঠোর পরিশ্রম করে এগিয়ে সামনে চলতে প্রচেষ্টা চালায়ে যায়। এক সময় না এক সময় সেই কাঙ্খিত আশা আল্লাহ্ পূরণ করেই থাকেন। যা ঐ'সকল প্রচেষ্টার মানুষদের নিজ কল্যাণসহ সফল মানুষ তৈরিতে। তাই প্রচেষ্টা কখনো মানুষকে ব্যর্থ করে না। সেক্ষেত্রে প্রচেষ্টা কালীন ধৈর্য ধারণ অবধারিত। তবেই সফলও সফলতা হাত ছানি দিবে।  


চলমান..