আমার মেধা কতটা আছে
সেই সীমা আমার আজানা।
তবে এতোটা জানা হয়েছে
অপরের কল‍্যাণে হিংসা নয়!


রয়েছে সুন্দর জীবন ঠিকানা
পরের কল‍্যাণ নিবেদিত প্রাণ।
কখনোই করি না অপর ক্ষতি
যে মানুষ করে কল‍্যাণ চিন্তা!


আমি শিক্ষিত কি না জানি'না
তবে এতোটুকু বলতে পারি!
চাই না কোন মানুষের ক্ষতি
অবৈধ অর্থ কড়ি ধন সম্পদ।


বিধাতার বিধান মানতে হবে
সেই দীক্ষা মনটিতে চল এক।
নিজ পরিবার সমাজ ও দেশ
অর্জনে কল‍্যাণ চাই প্রকৃতই।


মানব মানবতায় দেখা অন‍্যায়
মেধা বলছে কেন'রে মানুষ!
মানুষ হয়ে করছো অপরাধ?
এই জন‍্যেই কি সৃষ্টিমানুষের?


মানুষ হল সৃষ্টির সেরা জীব
জ্ঞানের পরিচয় অপর নাম!
তারাই আশরাফুল মাখলুকাৎ
জ্ঞান বুদ্ধিতে কল‍্যাণ মানুষ।


সত‍্য-নিষ্ঠার-অপূর্ব-মন-প্রাণ
আত্মার-স্পন্দন-হ্নদয়-সুমন!
নিজেকে জানা অপরকে বুঝি
সমগ্র জাতিতে আমার সুমেধা।
*******************
বাণী: মানুষ ভাল বুদ্ধির হলে, সে তার জীবনকেই শান্তি দিয়ে থাকেন। আর কুবুদ্ধির হলে সে তার জীবনকে ধ্বংসের নিলায় পতিত তো করেই অপর জনাদেরও করে থাকে। যারন‍্যায় ঐ' সকল লোকেরা কখনো আশরাল মাখলুকাত হতে পারে না। অবশ‍্যই তারা নিজ ও পরিবার এবং সমাজের কলংঙ্কিত অপদার্থ সেরা কুবুদ্ধি মেধা লোক ছাড়া আর কিছুই নয়।