কর্ম ফল এমনই সিন্দুক
সব হারায় কর্মগুণ রয়!
সেই উপকারী ভোগী মন
কখনো ভুলে থাকে না।


কখনো সখনো ভাবনা মন
হয়তো ভাবনা গেছে ভুলে!
উপকারের ঐ'সেই দিনটির
প্রকৃত পক্ষে ভুলেনি মনুষ‍্য!


বহুদিন পরে হঠাৎ গেলাম
ছুটে, সাক্ষাৎ দেখা উদ্দেশ‍্য।
দেখা মাত্রই আদর মাখায়
মাধূর্য‍‍্যতা ভরা অপূর্ব বাক‍্য!


মনে হল কত যে আপনত্ব
ঊষার পরশ সুখ চেতনার।
মনে রেখে এসেছো দেখতে
তোমার উপকার ভুলিনি।।


আমার শান্ত হঠাৎ অসুস্থে
কেউ ছিল না পাশে তুমি
যদি সেই দিন সময় মত
না নিতে শিশু হসপিটালে!


শান্তকে বাঁচানো ছিল বড়ই
কষ্টসাধ‍্য। সেই দিনের কথা
সময় সময়মনে পড়ে জাকির
বাবাজী। তোমার মনটি বড়!


দেখো সকল ভেবে ছিলাম
অনেক কথা হয় না ভুলেছে।
আসলে দেখা মাত্র সেই কথা
স্মরণ আছে থাকবে মরণপূর্ব।


এমন করে মানুষের কর্ম ফল
প্রজ্জ্বল্লিত ও প্রস্ফুটিত থাকে।
মানুষ মানুষের কল‍্যাণ মূলক
কর্মকান্ড হয়তো হিসাব দাঋ!


বিধাতার প্রাপ্তি বলে কথা রয়
পার্থিব। তিনি ঠিকই অবদান
দেন পরিপূর্ণ মর্যাদায় সম্মান
সেই জীবন গড়নে চাই আত্মা।


শান্তি যেন শান্তকে সেবা দান
আমার প্রতিবেশী ছোট ভাই!
সালাম কাকার ছেলে চাচীমা
মনে রেখেছেন একনিষ্ঠ‍্য মন।


উৎসর্গ করলেন উপকার কথা
একান্ত হ্নদয় মন প্রাণ আত্মা
অনন‍্য তৃপ্তি সহকার দোয়ায়
দু'টি হাত ফরিয়াদ করণার্থে।
******************
বাণী: ভাল ও গঠন মূলক কর্মফল কখনো বিফল হয় না। সমস্ত অপকর্ম বিফলে যায়। সমস্ত ভাল কর্ম ফলবান হয়। একদিন আগে আর একদিন পরে হলেও। সেই জন‍্য মানুষ হিসাবে জন্ম আর বেঁচে থাকা সুন্দর কৃতকর্মের মধ‍্য দিয়ে হওয়াটা উত্তম। তবেই মানুষ সেরা ও জন্ম স্বার্থকতার উত্তম মানুষ।