আমার এ'শূন‍্য কুঠিরে
তুমি এসেছিলে কখন!
তুমি এলে আমার অজান্তে
যখন জানতে পারলাম এসেছিলে...


কতটা বিরহ দেখা দিয়েছিল হ্নদয়ে
তুমি এলে কেন তবে দেখা দিলে না?
কি মনে করে এসেছিলে
আর কিবা ভেবে কোন মনে চলে গেলে?


তোমার আসা-যাওয়ার পদচারণার
আমি কিছুই যে বুঝতে পারছি না।
তবে এতোটুকু বুঝতে বাকী নেই
যে তুমি আমাকে খুঁজতেই এসেছিলে।


আসলে এমন করে আসতে হয় না
তুমি যৌবণা রূপবর্তী ষোঁড়শী!
যৌবন আমারও টলমল প্রেমমন
সে মনে চোখ পলক শোভা পায়।


আ হা আ;  এক অনুভূতি শিহরণ
জাতিগত জাগ্রত নারী-পুরুষ প্রেম;
এমন বন্ধন প্রিয় প্রিয়া ভালোবাসা
মানতে চায় না কোন বাঁধা দু'টি মন।


তুমি এলে আমার অজানাতেই
এলে তবে কেন দেখা না দিলে না?
অজানায় অনভিপ্রেত আসা-যাওয়া প্রেম
বিরহ রেখে চল আমার অজানায়।
*************************
বাণী: মানুষ মানুষের সুসম্পর্ক বজায় রাখতে প্রয়োজন ধর্মীয় শিষ্ঠাচার ও তাৎপর্যতার উপর আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস। যা কোন মানুষ মানুষকে ভুল বুঝবে না ও বুঝাবেন ও না। ধর্মীয় জ্ঞান ব‍্যতিত মানুষ প্রকৃত মূল‍্যবোধ পেতে পারে না।