কেমন ছিলাম আমি
ঐ'ছোট্র বেলায়?
শিশূ যখন ছিলাম
মায়ের কোলে!


নানী-নানা-খালা
মামা-আরো
কত আপন জনে
বেসেছে ভাল।


কত আদরে ছিলাম
সকল জনারই।
সকলেই লোক মুখে
জানা-শোনা।


বয়স যখন আমার
ছয় কি সাত!
প্রচন্ড চেতনা জাগ্রত
ছিলাম না সবে।


বাসতো ভালো সকল
প্রিয় ভাগ্নে।
রইতাম আপন জানায়
বেশ মজায়।


নামটি আমার জাকির
সকল মুখেই!
বুলি যেন শোভাপায়
শিশু শোভায়।
××××××××××××
বাণী: শিশুকাল বেশ মজার। প্রকৃত পক্ষে শিশুর বিকাশ লাভ হয় একটি পরিবার ও সেই পরিবার ভূক্ত আপন জনেরাদের সামাজিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাই শিশুকে সুন্দর ও গঠনমূলক চমৎকার পরিবেশ দ্বারা মানুষের মতন মানুষ গড়ে তোলার উত্তম মানসিকতার (নারী-পুরূষ) সমাজে খুবই প্রয়োজন। যার অনেক অভাব রয়েছে সর্বত্রে।