আমি একটি প্রেমের কবিতা লিখলাম
আমারও একটি মন আছে।
যুবক বয়স যখন ছিল সে হতেই প্রেম
প্রাণ-হ্নদয়-স্পন্দিত হয়েছে।


যুবতী মেয়ে নয়ন পলক শোভা চরণে
কত কথা জেগেছে আত্মাতে।
সৌভাগ‍্য কথা হয় না কোন অনুশাসন
যখনই প্রেম টান মনটি তাড়া।


তখনই প্রেমিক মনকে জিজ্ঞাসা শোননা
অর্জন করো নিজ যোগ‍্যতা।
কর্ম-ধর্মে করো  নিজেকে সেরা ধন-রত্ন
সেই তো গুঁছিয়ে নিলে তবেই।


একটি সময় জমানো ভালোবাসা বলবে
অপেক্ষিত সুফলতার অপূর্ণতা!
কষ্টার্জিত মুগ্ধকর উচ্চমান অনুপ্রেরণাতে
মন-প্রাণ প্রেম ভরা এখন যেন;


উপযুক্তি যুক্ততার কোন মতন বিধাতার
দয়ায় ঠাঁই হয়েছে দেখেন সকল।
সেই মতে আমাকে একটু সময় প্রেমিক
মন হতে এসে দিবে কি বল ভাব?


আমি অপেক্ষিত তোমার জন‍্যে প্রেমালয়
হাজার কোটি সেকেন্ড শুধু তোমার।
আমার সমস্ত ভালোবাসা মাত্রই সংরক্ষিত
পূর্ণ ভালোবাসা তোমায় দিবো তাই।


এমন করেই অসাধারণ প্রেম মন প্রাণটান
চমৎকার শোভা হ্নদয় মহত্ত্ব সবই!
আমরা দু'জন আজ একে অপর করবো জয়
বিবাহ বন্ধন অতপর: প্রেম জয়মাল‍্য।
****************************
বাণী: পরের সুন্দর দামী ও ভরা ব‍্যাগের দিকে তাকায়ে থেকে নিজের মূল‍্যবান সময় নষ্টা করা। উক্ত সময়টি নিজ কল‍্যাণে সদ ব‍্যবহার করাই কল‍্যাণকর। অন‍্যথায় নিষ্পফল অপচর্চা ছাড়া আর কিছুই নয়।