আমি সেই জন এ'দেশ মাতৃকার সন্তান
আমার মাঝে আছে দেশ প্রেম!
আমি দেশ প্রেমের অনন‍্য সৈনিক প্রাণ
ভালোবাসী দেশকে প্রাণ দিয়ে।


এমন ভালোবাসী নেই কোন খাঁদ মনটি
এ'দেশে জন্মেছি তাই ধন‍্য জানি।
শুভ-সূচনা শুভকামনা সব যেন প্রাণটির
আত্মার স্লো-গান আমি হবো নেতা।


সেবাব্রত দেশ ও দেশ জনতা নিবেদিত
আমি নেতা হতে চাই সত‍্য ও সত‍্যে।
দন্ডায়মান একনেতা একমন এমন দীক্ষা
আমি নেতা হতে চাই স্বাক্ষর জনতা।


কোথাও করবো না কোন কাল হারামীকর্ম
লোক ঠকানো রাষ্ট্রীয় অর্থ আত্ম:সাৎ!
কভূ হবে না এই মন-প্রাণ-হ্নদয় ছিন্ন‍্যের
আমি নেতা হতে চাই এই মন জনতা।


নেতার মন নয়তো বিলাসী; নেতা সে'জন
থাকবে দেশপ্রেম দেশাত্মবোধ আস্তার।
জানতে হবে নেতার কর্তব‍্য ও নেতৃত্ববোধ
তবেই মহত্ত্বতার অনুপ্রবেশ নেতাযোগ‍্য।


নেতার মধ‍্যে নয়তো দেশ ও জনতা প্রেম
সেই নেতা কখনো নেতা নয় এ'ধরা।
লোভ ক্ষমতা পর ঠকানো নেশাচোর মন
কি করে হবে সে দেশ জনতা নেতা?


ঐ'নেতা কখনো নেতা নয় আম জনতার
অর্থলোভ লোভী মসনদ আসন চোখ!
সেই নেতা কখনো নয় জন কল‍্যাণকর
তাই তো নেতা হতে আমার স্বংশ্বয়।
************************
বাণী: সেই প্রেমেই সারা দেওয়া। যে প্রেম অটুট রাখতে সক্ষম। এমন লোক সুনাগরিক নেতা হলে প্রেম ভালোবাসা দেশ প্রেম আমজনতার। ঐ'সকল লোকেরাই নেতা হওয়ার যোগ‍্য। অন‍্যথায় কোন প্রকৃত নেতা আমি এই সমাজে দেখতে পাই না।