এ কেমন কথা আমি পাগল
নেই তো কোন ঠিক ঠিকানা।
কোথায় গেলে পাবো আমি
পাগল পাগল মনের মানুষ?

তাদের সাথে করবো খেলা
তারাই হবে আমার সাথী!
আমি তাদের বন্ধু হলেই
বেশ থাকবো তাদের মত।

এই দেশ; দেশের মানুষ
আসল নকল চেনেই ওরা।
ভাল আর মন্দকে গুলিয়ে
হচ্ছে দিশেহারা হচ্ছে মন।

কেমন করে বুঝবে আমায়
আমি কেমন কোন মনের।
মন্দ চোখ দেখতে শূলের
পরশ পাথর চিনতে অন্ধে।

ভেজাল লোক রয় ন্যায়ে
অভেজাল বোঝে না সে।
করে না লুকোচির প্রাণে
মানুষ এক স্বীকার হরিণ।

শুধুই স্বীকারীতে মত্ত্ব চল
আসল নকল ভুলে হচ্ছে'
দিশে হারা জীবন উৎসাহ
সেই তো আমিই পাগল!

এমন একটি সমাজ চাই
চাই সকল জাতির নিকট।
যেখানে থাকবে না দ্বন্দ
হবে না জাতি ভেদা-ভেদ।

আসুন দেখুন চলুন সকল
সবাই আমরা মানব জাতি।
মানব করি কল্যাণ হিতকর
মুখে নয় সমান অধিকার!

সকল ক্ষেত্রেই রহিবে যেন
কলরব কথামালা নীতিবান।
যে যতটুকু যোগ্য ততোটুকু
প্রাপ্যে বলবে কথা নৈতিক।

যাহার যোগ্যতা যাহা নহে
সেই বিষয়ে অবশ্যই অজ্ঞ!
সেও কেন বলবে যা সমস্ত'
তাই যা মনে আসে সু'উচ্চে?

সমাজ সকলেই পারবে না
চালাতে, চালাতে জানতেই
হবে। তবেই চালানো সহজ'
নয়তো অপ্রিয় চেতনা অন্ধত্ব।

ঐ;জন্যেই আমি পাগল হই
আমি পাগল সুস্থতা তৈরির।
যে যাহাই বলুক না আমাকে
আমি পাগল মঙ্গল কামনায়।

একটি সুন্দর সমাজ ব্যবস্থা
মানুষেরই কল্যাণ চেতনায়।
একটি মানুষ যখন ভালহয়
আশ-পাশ পরিবেশও ভাল।

একটি মানুষ যখন খারাপ
তখন পরিবেশও হয় মন্দ!
তাইতো বলি ওরে মানবতা
দেখা দাও সুন্দর সমাজত্বে।
×××××××××××××××××××××
বাণী: পাগল মানুষগুলি চায় প্রকৃত পক্ষেই ভাল সমাজ। সেই তরে স্বাভাবিক সুস্থ মানুষও অস্বাভাবিক কাজ করে এমন পরিবেশ বিনষ্ট করে থাকে। যার কারণে সমাজে পাগল মানুষগুলির চেয়েও নিকৃষ্ট হয়ে থাকে। তার চেয়ে পাগল মানুষ গুলিই উত্তম।