কোথা দেখা কিবা মন কাকে চায়
কে এমন রয় নয়ন ভোলা হ্নদয়?
হাজার হাজার ফুল সম্ভার এ'ধরা
ফুল যেমন ফোটে বাগান শোভায়।


নানান প্রজাতির ফোটে ফুল সাঁজ
আকাশ সাত বর্ণনায় ধীর চেতনা।
ঐ'রঙ মানুষ পছন্দ সাঁজানো মন
করছে কেনা বেঁচা কত রঙ দুনিয়া!


সভ‍্যতার বিকাশ লাভ ধন‍্য সেরায়
কাউকে দেখলে কথা বলা জাগে'
মন বলে বলি কথা রসিক নয়নে
দু'টি চোখ পলক শুধু ভালোলাগা।


রসিকতা ছাড়ে না পোশাক ও রুপ
দেখা শোনা অপূর্ব এক সৌন্দার্যে।
সভ‍্যতার দুনিয়া কামনা সকল তরে
আমরা এক হই যেন আমি রসিক।
*********************
বাণী: রসিক হওয়া ভালো। তাই বলে এমন রসিক নয়! যেন কর্ম ফেলে রসকদম মন এপাড়া ওপাড়া ঘুরে ঘুরে ভাবী চাচী নানী দাদী কেমন আছো? বেশ তো মানায়ে তোমাদের, লাগছে বেশ। খুব খুঁশি মন ভোলানো কথা কেউ হাসুক আর না হাসুক। আমি হেঁসেই কুটিকুটি। ঐ'নিজ সংসার চলছে কোন মতন। কাজ কর্ম ফেলে এমন সদালাপণ নেই কমতি এ'ধরা বুকে। তাই এমন সকল লোক হতে সাবধান আমি রসিক এ সমাজ বুকটি।