মানুষ মানেই মরণশীল; যখন আমি থাকবো না!
থাকবে আমার কৃতকর্ম; পালনীয় ধর্ম শিক্ষার্জন।
যথার্থতা মর্মভেদ বিদ্যা; সভ্যতা ছড়ানো বিজয়
সেই মনটি চলতে শেখা; জীবনবোধ সর্বোত্র চল।


আমরা মানুষ হই যেন; সর্বকাল সেরা গুণিজন
কোথায় স্বর্গ! কোথায় নরক! অজানা কেন রয়!
আমরা মানুষেরা সেই হৃদ; কাম্য ভালো জানা
এমন করেই জীবন যাপন; থাকি একে অপর।


সকল সুখে আমি নাচুনি; কে আমার সুখে রয়?
কার জন্য হলাম দেওয়ানা; কে এমন দরদীরা?
সবই দেখি নাই; নাই'রে মন; আছে কার ধন?
পথের ফকির হাতটি বাড়ায়ে বলে দাওনা দাও!


ওর ঠিকানা নটর-বটর-নড়বরে-কেউ বোঝে কি?
সে যা চায় বুঝা যায়; কে আছে তেমন দেখার?
যাদের অনেক আছে; সেই তারাও যে চাহিতে
করছে খেলা কাগজ-কলম-কথা-চাষা-ছোলায়!


শুধুই হাউ-মাউ; নাই-পাই; কেমন স্বভাব চরিত্র
গল্প শুনে ভালো লাগে; কিচ্ছে কাহিনী শেষ কি?
অনেক ভালো মানুষ হাজার জনার সেরা ঐ'দিক
লোভ-লালসা-হারামী-পানাতে-ভরপুর-খেলা।


মানুষ মানুষকে নিয়েই সরাগম দলমত শেষে
ঠঁকায় মানুষ মানুষকে ভালো আর মন্দ খেলা!
সেটাও খেলায় মানুষেরাই মানুষ সঙ্গ-সঙ্গীরা
আমি যখন থাকবো না; তাই এমন কর্ম নয়!


যে ক'টি দিন বিধাতা রাখেন এ'ভব তটটিতে
যেন করে যেতে পারি সুন্দর কর্ম-জ্ঞানালো!
উপযুক্ত এক অনন্য অতিসাধারণ পরিচয়টি
নিজ চরিত্র অপূর্ব শোভা; আর অপর কল্যাণ।


হতো শত বুঝি না; একটি কথাই বুঁঝি মনুষ্য
পরিচয়; হাত দু'টি দ্বারা করি না যেন অপকর্ম!
চলার পথে ব্যবহৃত দু'পা যেন না হাটে মন্দে
জবান দ্বারা না পায় যেন; অকথ্য লোভ-লাস্য!


সেই সকল চেতনাতেই জীবন চলা যাপন কর্ম
ধর্ম জ্ঞান পালনীয় সবই একান্তই বিধাতাতেই।
কারো হেয়ালী যেন না হয় আমায় দ্বারা এ'ধরা
পূর্ণতা পাই; আর না পাই; ক্ষতি নয় অপরকে।


কেউ তো কখনো বলবে না; পারবে না বলতে
অমক ছিল নাম তার সেই; লিখতেন কবিতা!
কেমন লোক ছিল! ছিল না তেমন ভাল গুণটি
সে আবার কিসের কবি! স্বভাব-হাব-ভাব-মন্দ।


সেই প্রেরণায় এমন কোন কর্ম-অসভ্যতা নয়
জীবন চলতে যতটুকু কথা কার্যত ততো টুকুই!
কারো ঠঁকানো; পরচর্চা; লোভ-লালসা-স্বীকার
হাত পেতে না পাওয়ার বেদনা না পাই ঐ'মন!


কেউ ভালো বলুক; আর নাই বা বলুক; যাক'না
গুল্লাই! আমি মন্দ করি নাই; সেই মনবল শক্তি।
কারো ক্ষতি ও প্রতি ছিল না আশা নিজ পা'টিতে
দাঁড় করানো শুধু ছিল প্রত্যয়ী মনোবল প্রতীক্ষা।


তাই তো আজ আমি লেখি কবিতা নামটির পূর্বে
কবি ব্যবহার খুব ভাল লাগে আমি কবি গুণিজন!
এই সমাজ তটে অনন্য অসাধারণ জীবন-যাপন
মানবতায় রই সর্বোক্ষণ স্মরণে অনন্য সর্বস্বরে।
××××××××××××××××××××××××
বাণী: জীবন চলার পথ খুব সহজ হয় না। জীবনে কষ্ট করে অর্জনে উত্তম জীবন লাভে ধন্য হতে পেরে সহজ লভ্যতায় সুখ শান্তি বিরাজ অপর নাই হয় মানুষ প্রকৃত সভ্যতা বিলাপ। আর সমাজ তখনই অনুভব করবে আমি যখন থাকবো না এই দুনিয়াতে। অন্যথায় মানব জীবন খুবই দূর্বিসহ ব্যাপার ছাড়া আর কিছুই নয়।