আমার জীবন আমার ভাবনা
আমার জীবন আমার চেতনা
আমার জীবন আমার কর্মফল
আমার জীবন আমার মরণ।।

জীবন চলার পথেরই দিশাতে
জীবনটাকে জ্ঞানের আলোয় ভরে!
জীবন যেন পায় কল‍্যাণের পথ
জীবন হয় যেন সত‍্যেরই উদ্ভাসিতের।।

মানব জীবন নামক সফলতায় ভরে
ঐ'মানব জীবনে যেন কখনও নেমে
আসে না অশুভ অকল‍্যাণ করের মন!
সেই তরে করলে অর্জন হবে কেন ঐ'মন?

ওহে মানব আমরা সঙ্গ দেই যেন সেই বন্ধুর
যে জন হয় যেন এক সত‍্য-নিষ্ঠার পরশের।
চলি যেন একই সাথে কাঁধে কাঁধ মিলায়ে'
এই দেশেরই গর্বিত সুযোগ‍্য নাগরিক মননে।।

আমার জীবন; আমার প্রাণ; মনও যে আমারই;
সেই মনে জাগ্রত থাকতে হবে শুধুই যে সুশোভা'
আসবে ঝঞ্জা জীবনটিতে; ভরসা নিবে বিধাতায়!
রক্ষা হবে বিধাতার একান্তই ইচ্ছায় এ'ধরাতেই।।
===×××===
===×××===
বাণী: মানব জীবনটি যার যার তার তার! সেই ভাবনাতে জাগ্রত হতে হবে প্রকৃত জ্ঞান লব্দের মন। সেই মনেই মানুষের মত মানুষ হয়ে জীবনটা সুন্দর ভাবে উপভোগ করার নামই হল প্রকৃত মানব জীবনের অমূল‍্য স্বার্থকতা লাভে ধন‍্য হওয়া। অন‍্যথানহে।