সফলতা সকলে চাই; সফল হতে কি লাগে জানি ক'জনা?
এমন মানুষ রয় কি এ'ধরায় ক'জনা জগৎ সংসার খানাতে?
অনেক কথার ঝুঁড়িতে আপ্লুত;মনে হয় খই ফোঁটে ঠোঁটেতে
এমন মানুষ রয় সমাজ বুকে অজানা সেই সকল মানুষদের।


ইতিহাস নেই জানা অনেক সফলকামী মানুষ সকল মাঝে
জানতে চায় না কিভাবে আসে প্রকৃতই সফলতা মানবের?
তাহলে কি করে পাবে সফলতা সঠিক জীবনবোধ প্রেমময়
জাগ্রত জাতির অনন্য শোভা ছড়ানো সফলকাম দীপ্তমান?


বিধাতারই দয়া প্রেমভাব মনের বাসনা অপূর্ব চাওয়াতেই
একমাত্র সহজ সরলতা ঊষারই আলোক বর্তিকা হৃদয়টি!
আলো ঝলমল দিগন্ত পাহাড় সমান বোঝাও হালকা হয়
সঠিক জীবনবোধ চাওয়া ও অনুপ্রেরণা মনটি খোদা প্রেমে।


সফলতার গল্প শুনে লাভ আছে যদি সেই গল্প বুঝমান
নয়তো বেসামাল জীবন হতে সফল! করো সেই কর্মটাই!
সময় নষ্ট নয় প্রকৃত জীবনবোধ ইতিহাস রচনা সৃষ্টিকেই
আমরা সফল মানুষের গল্প শুনবো তখন সভ্যতা বিকাশ।


কে শুনেছে অমক হয়েছে বেশ দামী নাম ডাক সেরা জ'না
বলতে ও জানতে নেই কোনই মানা এমন নয় যেন ভ্রান্ত্রী!
শ্রম বিনা সফলতা হয় ; যদি করি ধান্দা! সেই জীবন নয়!
হতে পারে না সফল জীবন মানব নামক এ'জগত সংসার।


তাহলে কেন কামনা-বাসনা করি মিথ্যাচার লোভ চোখটি?
হৃদয় মাঝে কেন চোখের স্বপ্ন হয় না বাস্তবতার প্রাণ দৃষ্ট!
শূন্যতায় পূর্ণতা পেতে আশার আলো জ্বালাও জীবনটিতে
এমন করেই জীবনের সুখ লাভ করিও প্রকৃত অর্জন স্বর্গ!


আমিও তুমি সকল আমরা মানব জাতি সভ্যতা ভেদান্তে
সুন্দর স্বভাব কষ্টমন চরিত্র অনন্য সকল জাতিতে সেরা!
পাই যেন বিধাতার দয়া অর্থপূর্ণ জ্ঞানের আলোক বর্তিকা
সেই তো মনটিতে আমরা সফল মানুষের গল্প শুনবো।
×××××××××××××××××××××××××××××
বাণী: সফলতা অর্জন মানে এই নয়! যেন বেশ ফুঁটানি গল্প ও সত্যকে অসত্যে রূপান্তর। সফলতা হল মর্যাদাপূর্ণ অর্থবহ সত্য-নিষ্ঠার অসাধারণ দীপ্তমান পরিচিতি লাভ মানুষ মানুষের মাঝে। যারন্যায়, অমানুষও মানুষ হতে পারে ঐ'সফলতার পরিচয়ে।