সেই ছবিটি আর অন‍্য কোন ছবি নয়
সেই কিশোর বেলা বন্ধু দু'জন মিলে
এক সাথেই কত কথা স্বপ্নের ভেলা
আজ কালের দিন রাত করেছি পণ।

সাথী দু'জনে বিল জলে করতে স্মান
যেয়ে দু'বন্ধ এক ছত্র দু'টি বাহুর বল
পানে আকাশ এই বিলে করব খেলা
নানা রকম রুপ ভাবা স্বপ্নের সাধ।

সেই একই সাথে করে খেলার সাথী
এক সময়ে বড় হয়ে কর্মের তরে
বন্ধু এমন করে যায় দূরবহু দূরে
দেখা হয়নি বহু দিন দু'বন্ধু জন।

কর্ম বিরতি শেষে মনে পরলে সেই
ছোট বেলার বন্ধু বেসে করেছি কত
মেলা খুঁশির খেলা নেই বয়স দেহে
স্বপ্ন শুধুই ইতি হতে চাহেনা দেখা।

সভ‍্য মনের এক দীপ্ত সাক্ষাত চাহে
বন্ধু সেথাই দেখা হবে দু'জন সাথে
বহু কথার শব্দ জমা দেখাতে হবে
বলা উভয়ে যুবু থুবু বয়সে বৃদ্ধ।

সেই মনের টানে যাই এ'দিন টানে
একে অপরে দেখা যেন পেলাম তৃপ্ত
হল দু'কথা পেয়ে শান্তি রপ্তের সাধ।
সেই স্মৃতির ছবি দেখে কবিতা লেখা।
*********************
বাণী : চলমান