জীবন চলার পথে দেখা-শোনা-জানা
হাজার ফুল ফোঁটে শোভা ছড়ায়!
ফুল বিকশিত করে মানুষের জন‍্যেই
মানুষ মানুষেরই চমৎকার সৌরভমন।


কর্ম চঞ্চলতা পরম পাওয়া ও পাওয়া
অভিনন্দন প্রেরণা অভিভূত হ্নদয়।
মানুষ মানবতা অপূর্ব বিদ‍্যতা জ্ঞানের
মূল‍্যায়ন পেতে পারা যায় ঐ'মানুষ!


অনেক দেখা কত জ্ঞান রাখে বিলাপ
সভ‍্যতা বিকাশ ওরাই জগৎ সেরা।
গড়তে পারে শোভা ছড়ায় অনন‍্যতায়
একটি সুন্দর চমৎকার অনুপ্রেরণা।


মানুষ যদি সুন্দর হয় শোভা ছড়িয়ে
মুগ্ধতা পায় জীবনবোধ মানবতা!
যেখান যাবে সেখান পায় যেন মূল‍্য
আহা কত যে ভাল লাগে দেখা সভ‍্য।


সমাজ পায় এক অভিনব আভিজাত‍্য
পরিবার পরিবেশ আপনত্ব সুউচ্চ!
সন্তানেরাই শেখা সেই গুণ মাধূর্যতা
যেমন কর্ম তেমন ফল দেখামন।
*********************
বাণী: ওহে মানুষ জীবনকে সুখী করতে কর্মঠ হও; পরনির্ভরশীল নয়।
- কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব।