একে অপরে বলে যেমন খুঁশি করুক খেলা
ঘাম ঝড়িয়ে মাথায় ফেলে পায়ে ঐ সেথা,
রাজা বেজার কি হবে বাদশা বেসের চরমে
ভোটতো প্রায় এলো যে সময় ভেলা বলে।


পরম সাধে করেছে রাজা অনেক খেলাই
প্রজাতে, কোন খেয়ালেরই গুঁটি চালের
কর্ম করে ছিল কি ঐ মন রাজার প্রজায়?
ঘুড়ার ডিমের স্বপ্নে বিভোর সেই যে মন
অলিক প্রজার।
===×××===
===×××===
বাণী : প্রজা যতই জ্ঞানী হউক না কেন! তবে প্রজা রাজার মত অবশ‍্যই নহে। সেই প্রেক্ষাপটে বলা যায় রাজার সমালোচনা করা সহজ কিন্তু রাজা হওয়া সহজ নহে।