আমার অনেক অজানা রয়েছে জীবনটিতে
কি করে করছি; কেমন করে করছি সেই।
ওরে নবীন ওরে কাঁচা; কেমন বুঝিস রে'
জানার আগেই বলি বেশ জানি আপনত্ব।


আপনকেই অজানা রহি জানতে অনিহা
সেই মনেই বলি জানি বেশ তো সবই।
অনেক কিছুই অজানা মনটি ভার তবুও
কেন জেনো হাসি যায় না লজ্জ্বা মনটির।


সুনাম চাই সবর্ত্র প্রকৃতই রই কি যোগ্য?
যোগ্যতা অর্জনে শ্রম লাগে; শ্রম বিনা কি
হয় সেই অর্জন মানুষের কোন মূল্যবোধ?
অজানাতে করলে লুকোচুরি কথামাল্যের।


ভুল পথ ভুল ধ্বনি সকল জনাতে রহিবো
একে অপর জানা-অজানা মূল্যবোধটিতে।
অনেক কথার মাঝে সকল চেতনা জাগ্রত
নিজেকে চেনার উপায় মাত্রই জ্ঞানার্জনের।
××××××××××××××××××××××××
বাণী: অজানা জ্ঞানের আলো কখনও সঠিক প্রকাশ নয়। যে জ্ঞানের মাধ্যমে মানুষ যতটুকু বিস্তার করতে পারবে, ততোটাই কল্যাণকর। অন্যথায় নিজসহ অন্যেরও ক্ষতি পারে। যা অবশ্যই মানুষ হিসাবে বর্জনীয়।