কত স্বপ্ন আঁকা জীবন আমার
পরিশ্রম সততা ; সত্য সত্যে!
অবর্ণনীয় অপ্রকাশ্য রুচিবোধ
কটুকথা অগ্রায‍্যতা ক্ষতহৃদয়।


শতবাঁধা বিঘ্নতার স্বীকারেরই
প্রতিমূর্তি বিম্বতায় অহংবোধ!
কেহ দিতে চায়না প্রশ্রয় জীবন
সুখ-শান্তি-মহত্ব-মায়া-মমতা।


কবে হবো প্রকৃত মানুষ তবে
গড়বো জীবন সংসার ধীরতা!
এমন করেই আপন হৃদয়টি
স্থিরতার স্বাক্ষী একান্ত নিজস্ব।


যা একমাত্র নিজ সত্ত্বা  স্বীকার
জীবন মান মহা প্রলংঙ্কর পারি।
সভ্যতা বিকাশ লাভে হতে হয়
নাজেহাল মানুষ অমানুষ হতে।


কেহ আছে কি, রয় কি সহপাঠি?
তারপর হয় যদি পরিবার দূর্ষণ!
বিভিশিখা নামে যেন ভিন্ন ভাবনা
ঐ'অমনুষ্যত্বার স্বীকার অতিক্রম।


বিধাতার নিকট চাওয়া উপহার
আছান সুখ পাখি কোন মতন!
শুকুরিয়া তবুও জীবন সম তটে
সংসার ধর্ম-কর্ম সুন্দরতম মন।


সেই মনটিতে সামাজিক প্রেরণা
অনুশাসন আইন-কানুন-পালন!
শুভবিবাহ্ পরিবার গঠন আনন্দ
কতটি বৎসর স্বামী-স্ত্রী সংসার।


হাসি-আনন্দ-সুখ-বিনোদন-প্রেম
নেই কমতি একে অপর জ'নায়।
জেনেছি এসেছি অতিসাধারণের
বিবাহ্ বন্ধন সুখ ফল মহত্ত্ব সন্তান।


কতটি সময় কাল একই ছাঁদ নিচ
বসবাস বিধাতা দিচ্ছেন না সন্তান।
কোথায় বৈধ; কোথায় অবৈধতার
অবলীলা খেলা রয় যেন অজানা।


বিবাহিত পাত্র-পাত্রী স্বামী-স্ত্রীরা
অনেকেই পাচ্ছেন না সন্তান সুখ!
রয়ে যাচ্ছেন নিঃসন্তান-সন্তোতি
কতকষ্ট বেদনা কত কথা শোনা।


এ'সমাজ তটে বিরহ বেদনা মনটি
অথচ বিবাহ ব্যতিত অবৈধ যোগ!
দেখা সাক্ষাৎ কোন মত প্রেমভাব
সেই না তারাই সন্তান দান এ'কি?


বিধাতা কিসে খুঁশি; কোন কাননে
কোথায় অমূল্য দান; সেই জানেন?
যেখানে রই আমরা সমাজ ঊষামন
সেইখানে দেখা অসভ্যতা নোংরা।


এ কেমন খেলা জগৎ সংসার ঘরে?
কোথায় স্বর্গ-কোথায় নরক অজানা।
সঠিক পথের চল সঠিকতা জীবনটি
কেন পাই না তবু ঠাঁই এ'ভব তটেই?


এমন কি কর্মগুণ রয় যেন স্বর্গ দিবে
বিধাতা অপর দুনিয়া বিশালতা সুখ!
যত সহপাঠিতে চলন সবই তো রয়
থাকে না তেমন কিছু অজানা এ'ভব!


যে ক'টি সময় করেছি বসবাস দুনিয়া
করতে পারিনি ভাল তেমন কোন কর্ম
ধর্ম সঠিকতা পালন একনিষ্ঠতা মান্য
আল্লাহর হুকুম হক মানব মানুষ কূল।


সেই মন কি করে বলি দুনিয়া অস্বর্গে
করে আখেরাত পাবো বেশ তো স্পর্শ!
হৃদয় কাতরতা ভাবনা অনেক ভাবায়
বৈধ লোক বৈধ প্রেম নিঃসন্তান রেখে।
×××××××××××××××××××××××××××××
বাণী: মানব মানবতা তৈরিতে মন থাকতে হয়। আর সেই মনেই কর্মফল যোগ-বিয়োগ চেতনায় মানুষ যখনই এগিয়ে যায় তখনই বিধাতা আরো সহযোগিতা করে সুন্দর ও নিষ্ঠাবান গড়ে তোলেন। সেই সকল মানুষেরাই কল্যাণকামী মননে সমাজে গুণি হয়ে ওঠেন।