এমন মানুষ কোথা পাবো!
সেই মানুষের সন্ধ‍্যান চাই।
অপূর্ব চরিত্র তুলনা হয় কি
এ'ধরা আরো দশজ'না রয়!


যেমন দেখতে তেমন স্বভাব
অমূল‍্য রতন অতুলনীয় হৃদ।
সভ‍্যতা ছড়াতে অনন‍্য প্রাণের
অন্ত:জামী সুন্দর মনোলোভা!


করবে না কোন ঝয়-ঝামেলা
থাকবে যথার্থতা ঊষা চরণে।
জগৎ সংসার সব সুন্দর ভাব
হবে না কোন অবজ্ঞা এ'ধরায়।


পাপের বোঝা দেখা থাকবে না
এই সামান‍্য জীবন অতিবাহিত।
চমৎকার অনুশাসন অনুপ্রেরণা
নিজ খুঁশি তো হাম সামাল সর্ব।


পথ চলা জীবন ভাবনা সুশাসন
সর্বক্ষেত্রেই নিয়ম মেনে চলন।
প্রেম থাকবে পবিত্রতা হ্নদয়টি
আত্নার আতস্ত সমস্ত অনুশাসন।


সেই ঐ' যে মন হৃদয় স্পন্দন
থাকবে জীবনের সুন্দর নীড়ঠাই।
অনুরূপ সমতা মানুষ সকল তরে।
জাগবো জাগাবো সুবিন‍্যাস চত্রে।


থাকবে না; না পাওয়ার অনুসূচনা
থাকবে শ্রম দ্বারা সুখ ঠিকানা ঘর।
রইবে না বিনাশ্রম আশা লোভের
সেই সকল নিষ্পাপ অসাধারণত্ব।
*********************
বাণী: বিধাতার দয়া কামনা ছাড়া মানুষ সভ‍্যতা অর্জন করতে পারে না। তাই মানুষ হিসাবে জন্ম নিয়ে সভ‍্যতা কামনা ছাড়া কখনও সফল ও সফলতার সফল কাম হতে পারে না।