অজানাতে রয় মনটি অসম্ভব
অসম্ভব বলে নেই কোন কিছু
এ'ধরা বুকটিতে মানুষ মনুষ্য
জানার উদ্দেশ্য জিজ্ঞাসা জ্ঞান!


সেই জ্ঞান আলোর প্রত্যাশায়
অনুশাসন মান্য প্রেরণা প্রেত!
ভব তট সুমন সুশাসন জান্তে
যখনই মানুষ নিজেকে জানে।


সেই জানাতেই অর্জিত জ্ঞান
আলোর পথ হয় সুগমন এক!
অসাধারণ অনুভূতি জানানোয়
প্রেরণার অপূর্ব মূল্যবোধদ্বয়ের।


তবেই মানুষ চৈতন্য বিবেচ্যতা
উষার আলোক ছড়াবে সাম্যের।
রচিত হবে কবিতা কাব্যে সেরা
অনন্য সূধার সুন্দর রূপ লাবণ্য।


কোন কষ্টই কষ্ট নয়; এ জগতে
মহান সৃষ্টিকর্তার দয়া রয় সর্বত্র।
পারি কি না যতন আবার একবার
না পারলে প্রচেষ্টাতেই অর্জিত সম।


শতবার প্রচেষ্টা ব্যর্ততা নয় ছাড়!
একবারে না পারলে দেখা শতবার'
সফলতা আসবেই আসবে মনুষ্যত্ব
জাগ্রত জাতিগত ধর্ম সভ্যতা পূর্ণে।


আপন পর নয় সেবা ধর্ম সবই এক
আমরা জাতিগত মনের অপূর্ব জনার।
উন্নত জাতি গঠনে রইবো সকল এক
বাঁধিবো ঘর; সাম্যের অর্জিত দীক্ষায়।


যতই কঠিন হোক না কেন কর্ম প্রবণ
ধর্ম জাতি গঠন অসাধারণ শিষ্ঠাচার।
অসম্ভবকেই করতে সম্ভব শ্রম দ্বারা
জয় আসবেই মানুষে সেই পূর্ণতায়।
×××××××××××××××××××××××
বাণী: অসম্ভব বলে কোন শব্দ নেই মানুষ যদি হই আমরা মানুষের নিকট। প্রচেষ্টার সুফলই হল সম্ভব্য সকল কঠিনকে সাধনা দ্বারাই অর্জিত অর্জন। তবেই মানুষ। আমরা প্রকৃতই সফল। অন্যথায় আধা-ছেড়া জীবনমান যাপিত জীবন চলমান নাম মাত্রই মানুষ ছাড়া অন্য কিছুই নয়।