আমরা মানব সকলেই শিশুর শুরু
জন্মটা মাতৃগর্ভেরই সন্তানেরা।
জন্ম মৃত‍্যু একই রকম সকল মানব
পিতা-মাতা সমাজ ব‍্যবস্থা চল!


সামাজিক কালচার পেয়ে বসবাস
একে অপর জানা-শোনা।
তবে কেন এতো অহংকার থাকবে
মানুষ মানুষে উঁচু-নিচু মন?


ধীক্কার ধীক্কার ধীক মানুষ মানুষে
সমাজে দেখা আসছি দেখে।
আজ যাকে করছে যারা ছোট অন‍্য
একদিন দেখা সেই হচ্চে ছোট!


তবে কেন করছি আমরা এমন কান্ড
দেই অপবাদ ধীক্কার একে-অপর?
তাহলে কোথায় বিবেক মনুষ‍্য মানবে
এমন মানুষ নাম অপবাদ সমাজ!


না মানব সকল শোনরে শোন না নয়
আর কখনো ধীক্কার মানুষ মানুষে!
মানুষ হবে একে অপর জনা'র মঙ্গল
ভালোবাসা পরিপূর্ণ মনুষ‍্যত্ববোধ।
**********************
বাণী: অপবাদ প্রয়োগকারী মানুষ নামে কলংঙ্কিত। অপবাদকারীরা কোন অবস্থাতেই মানুষ হতে পারে না। ঐ'সকল মানুষেরা মানুষ নাম অমানুষ।