সে যেমনই হোক না কেন'
সে পরিবার ভূক্ত শ্রদ্ধার!
সে আত্নীয় আপন জন
সে আমাদের মুরব্বিয়ান!


সে স্নেহ:ভাজন আদরের'
সে তো নয় কোন ফেলনার
সে তো নয় কোন খেলনার
সে তো রয় এই পরিবারের।


ওহে আপন শোন কান ফেলে
রবে যে আপনের সাথে একমনে!
ঐ মনেতে রাখবে না কোনই সংশ্বয়
করবে না কোনই অনিয়ম ঐ মননে।


আপনে আপন মিলে উড়াও ঘুঁড়ি!
চলবে নিয়ম-শৃঙ্খলা মেনে ঐ মনে'
দু'টি বিভোরতার পরশের মিলনে
কোন ঝড় আসলেও হবে ক্ষণস্থায়ী।


আপনকে ছেড়ে কোথায় যাবে?
মনে হয় ঐ বুঝি বাসছে ভাল!
আপন জনের চেয়েও; না তা নয়!
উনারা সুযোগী; ওরা সুবিধাবাদী!


স্বার্থপরতায় আঘাত পেলেই ছুঁড়ে দিবে!
তখন আর কোনই উপায় থাকবে না যে'
তাই আপনকে কোন আঘাত নয়! দাও
ভালবাসা, শোন আপনের ভাল ও কল্যাণ'


কর আদেশ-উপদেশের মর্মবার্তা। দেখবে
তোমাকে ভবিষ্যৎ জীবন ভাবনাতে হবে না
কোনই অভাব! বিপদের ভুড়ি ভুড়ি আশংঙ্কা'
তাই তো বলি আপন আপনই হয় নাও রপ্ততায়।
===×××===
===×××===
বাণী : যেখানে বারবার ফিরে আসতে হয়! সেই জায়গাকে পর করতে হয় না। আপন আপনিই হয়! সেখানে কোনই সন্দেহ রাখতে হয় না। সত্যবাদী হও একে অপরের কষ্ট-দু:খ ভাগ করে নাও! আপনকে ঠঁকানোর পাঁয়তারা না করে' সুস্থ্য মস্তিষ্কের চেতনায় একত্রে থেকে জীবন গড়ে চলো, এক সাথে আপনকে আরো আপন করে নিতে হবে। দেখবে সফলতায় আনন্দ পাবে, অনাকাঙ্খিত বেদনা আসবে না জীবনে। যদি আসেও উহা আপনই বলে দিবে সহায়ক হিসেবে তুমি অমন নয় তো! আপনই পাশে থেকে। চরম বিপদের সময় দেখবে কোন বন্ধুই কাছে নেই; একজন হলেও আপনজনই ছায়ার মত তোমায় উপকার করছে। তাই আপনকে আঁকড়ে ধরে বড় হতে হবে নিজ মনে। তবেই জয় মানব জীবনে।