এতো মানুষ আমরা বলি কথা প্রকাশ সভ‍্যতা
বিকাশ সাধন কি হয় সকল সফলতা?
মানব জীবন এমন একটি জীবনবোধ সাধনা
যেখান অপূর্বতা চোখ দেখা পায় সুখ!


সেখান যেতে স্পর্শতা পেতে মন ব‍্যাকূল অস্তির
শুভকামনা শুভসূচনা অভিনন্দন আন্তরিক
ধন‍্যবাদ পুষ্পে গাঁথুনী মাল‍্য দান পেতে ও নিতেই
কি যে সুখ প্রাণ টান আস্তার অনল প্রহর ব‍্যস্ত!


আসল নকল অজানা জীবন গড়তে কি হ্নদয়
সেই চেতনাঅন্ধের মাঝ পথ রেখে আনন্দ!
বিবেক বিবেকানন্দ নিশাচর অদ্ভূত মানুষেরা
শুধুই চাই অপূর্বের অনন‍্য শোভা উৎফুল্লতার।


আমরা ঐ’হই মানুষ ভাবনা জগৎ চেতনাতিত
একটি বার কি ভেবে দেখেছি প্রকৃত কথা
অপূর্ব মানব চেতনা ভাবনা কিসেকেমন করে
হতে হয় মানুষ মানুষের জন‍্যে অপূর্বতা।


মানুষ যে কিসে খুঁশি সেই জ্ঞানবান কোথাতে
পাওয়া ও দেখা মানুষ মানুষ সভ‍্যতার।
মনে করি অপূর্বতা পেতে অর্জিত জীবন চাই
সুন্দর বিধাতার আদেশ পালন প্রাপ্তি।
****************************
বাণী: প্রকৃত মানুষের সন্ধান ও সঠিক সাক্ষাৎকার পাওয়াটা দূর্লভ ব‍্যাপার। আর সেই দূর্লভ মানুষটি হাতে নাগালে থাকার পরেও, কাছে পেয়েও তাকে মূল‍্যায়ন করে না ও মূল‍্যায়ন জানেও না। তাহলে আসলে মানুষ কি প্রকৃত পক্ষে সত‍্যনিষ্ঠার সভ‍্যতা বিলাপ বিকাশ মানুষ? মানুষতো নিজেকেই নিজ চেনে না। তাহলে প্রকৃত জনাকে চিনবে কি করে? মানুষ যে কি চায়, তা সে নিজেই জানে না।