আশা মানব জীবন ভাবনা
আশাতে স্বপ্ন গাঁথা!
প্রতিটি মানুষ আশায় বাঁচে
স্বপ্ন দেখে বুক বাঁধে।


আশার বাঁধন হারা না হই
এমন করেই বাঁচতে!
দীক্ষা নিবে সকল মানুষ
সেই মানুষেরা সফল।


কতস্বপ্ন নিয়ে বাঁচে মানুষ
সঠিক পথের দিশারী;
সফলতা পাবে সেই আশা
প্রতিনিয়ত সঠিক কর্ম!


সেই সত্য-নিষ্ঠার কর্মফল
আসে জীবনে নবান্নতা।
ঐ'মানুষেরা পায় জীবন সুখ
অসাধারণ আশা চাওয়া।


আমরা মানব জাতি এইতো
আগমন বিধাতার দয়া!
কেন এলাম কেন যেতে হবে?
প্রশ্ন বিদ্ধতা জাগায় মন।


আশা ও স্বপ্ন দু'টি এ'ধরাতেই
মানুষ হিসাব জন্ম ও মৃত্যু!
আসা-যাওয়া ক'টি দিন মাত্র
সেই সময়টি কেন অধৈর্য?


জ্ঞানী লোক হতে কেন অজ্ঞান?
রূপতো আল্লাহরই দান!
আমি বুঝি আপনি নয় কেন বলি
আশা থাকবে সুন্দর অর্জন।


ঐ'আশা যেন পায় জীবন পবিত্রতা
তেমন করেই জাগাবে মনটি।
পাই যেন সুখ অনাবিল জীবনতৃপ্তি
আমরা মানব জাতি মানবতা।
×××××××××××××××××××××
বাণী: নষ্ট মন নষ্ট আশা! কি করে মানুষ হবে প্রকৃত জন মূল্যবান আশার আলোক বর্তিকা মানুষ সকল। আশা হবে পরিশুদ্ধতার তবেই মানুষ জাগবে সকল ক্ষেতে সর্বোত্র। ঐ সকল আশাই হল প্রকৃত জীবনবোধ বিধাতার আদেশ মান্য চমৎকার ঊষার আলো ছড়ানো আশা। তা ছাড়া অন্য কোন অবচেতন আশাতে যতই ফুঁটানি ফুটাই না কেন, মানুষ পরিচয় বহনে কোনই লাভ হবে না জীবন নামক আশায়।