আমরা সকল মানুষ সমান কে বলেছে ভাই
কেমন বলি আমরা মানুষ সকল এক মনটি?
ধর্ম বর্ণ নির্বিশেষ বলি সকল সর্বশেষ মনুষ‍্য
এমন করেই জাগ্রত জাতি অধিকার একমত।


প্রকৃত পক্ষে নই তো আমরা মানুষ সহমত
একেক মানুষ মানবতা দেখা ভিন্ন রকমের।
জ্ঞানের আলো ছড়ানো পথ তাও রয় দ্বিমত
সহমত আছে বলেই দেশ জাতি চলছে এক।


বাধ‍্য-বাধকতা রয় কত কথা ভাবনা হ্নদয়
বড় জানতে ইচ্ছা করে এসো ভাই সাম‍্যে।
চল চলি একসাথে গাই ভাই গান সহমতে
জীবন নামক সুন্দর ভাবনা মানবতা জীবন।


কোথায় স্বর্গ-নরক সবই রয় এ'ধরা মানব
মন মাঝার কর্ম পথ দৈন্দদৈন্দিন জীবনটি।
জ্ঞানী মানুষ কর্মপথ সুগমন চলবে সেথায়
যেখান রইবে অপূর্ব নয়ন চমৎকার চেতনা।


ভাবনা জগৎখানা আপন সব নয়তো পর
মানুষ মানবতা ধর্ম-বর্ণ-জাতি-ভেদাভেদ!
সবই ভুলে একমত আমরা দেশ প্রেমিক
ভালোবাসী এই দেশ বাংলাকে আজীবন।


যে যেমন যোগ‍্য হবো সে সেই রকম কর্ম
যার বুঝ জ্ঞান শক্তি যেমন তেমন কর্মরত।
হত বুদ্ধি কি দরকার সব পারি যেন বলতে
প্রকৃত কথা রহে আসলেই কি তাই ঘটাতে?


হাতের পাঁচটি আঙ্গুল কি সমান রয়েছে?
না সমান নয়তো দেখা করছি কর্ম যজ্ঞা।
একটু মন দিয়ে দেখি প্রকৃত পক্ষে সমান
এমন করেই সমমান প্রাণ হ্নদয়ের টান।


আমরা মানব জাতি ছোট বড় ধন-সম্পদ
সেটা নহে বড় কথা বিবেক চক্ষুর ভার।
অর্জন অর্জিত কর্মদক্ষ শোভা ভরা আত্মা
চলবো এক এসো ভাই সাম‍্যের গান গাই।
************************
বাণী: মানুষ মানুষের জন‍্য! প্রকৃত পক্ষে সত‍্যই তাই। সেই জন‍্য মানুষ হয়ে মানুষের সাথে পশুমন কর্মসকরে অপদার্থ হওয়ার পিছনে কোন উত্তম কিছু আছে কি আমি মনে করি না। সেই জন‍্যে সুন্দর জীবন মন নিয়ে দুনিয়াতে একে অপর সঠিক পথ চলাই সর্বোত্তম।