এসো পথচলি আমরা সাথী ভাই মানুষ সকল
চলি  একসাথে এ'ধরা সারথী!
জীবন হবে সুন্দর সহপাঠি সুন্দর কর্ম ফলে
লাভবান তারাই উত্তম চরিত্ররা।


পড়া-লেখা-কর্ম-ধর্ম-পরিবার-হাট-বাজারটি
খেলাধূলা বিনোদন সর্বত্রে চল!
আমরা মানুষ হবো এই দুনিয়ার বুকে অনন্য
শুভসূচনা ও শুভকামনা পেতে।


একতাই বল সকল মানুষ সেরা পরধন নয়
পুদ্দারী পরচর্চা নয় কোন কাল।
সময় যেন আপন ভূবণ সেরা আস্তাচল মন
প্রাণ টান এসো পথচলি মনুষ্য!


আমরাই উত্তম জাতি গঠনে রইবো সর্বাগ্রে
সেরা উদ্ভাসিত ঊষার আলোয়।
গড়তে পারবো জীবনমান জাতিগত প্রথার
এসো পথচলি মানুষ মানবতায়।
×××××××××××××××××××××
বাণী: সুন্দর জীবন গড়তে অনেক পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রম স্বার্থকতা বজায় রাখতে প্রয়োজন একনিষ্ঠ কর্তব্য পরায়ন মন মানসিকতা। যার স্বার্থকতা নিজ হতেই ভোগ সহজ হয়ে থাকে। যারাই এমন জীবন লাভে ধন্য হয়েছেন। আর তারাই এমন সুখ ও সুখী জীবন-যাপন করছেন বা করবে। আর সেই সকল মানুষেরাই উত্তম শ্রম কর্ম স্বভাব চরিত্র সেরা এসো পথচলি মানুষ এই সমাজেরই অবিস্মরণীয় মানুষ পরিচয় বহণে অনন্য।