এই দুনিয়া বড়ই আজব রে ভাই
কেউ নয় তো পাপী!
কেউ নয় তো গুণিজ'না এ'ভবে
পূর্ণতা হিসাব কর্মে।


যে যেমন কর্ম করবে ফল তেমন
দুনিয়া আখেরাত পাবে!
পাবেই পাবে নেই কোন সন্দেহ
সত‍্যকে সত‍্য জানাবে।


কখনো নয় তো মিথ‍্যা জীবন কাম‍্য
সঠিক পথ পথিক মন।
আসল-নকল থাক না অজানা প্রাণ
ধর্ম শিক্ষায় শিক্ষিতরা।


চলো জানি সভ‍্যতা কেমনে শিখি
হাজার রাজার চিন্তাতে!
মাথা খারাপ নেই তো সেই রাজ‍্য
আমি-তুমি সাধারণরা।


সকাল সকাল জেগে উঠি সুপ্রভাত
জানাই বিধাতার দয়া।
ছোট হলে কাজটি হল লেখা-পড়া
বড়রা কর্মে ব্রতহওয়া।


সংসার জীবন ধর্মকর্ম জীবনবোধ
অনন‍্য মন সর্বোত্রেই!
চলবো মানব সুন্দর সভাব-চরিত্র
আসল ভাবনা মানবতা।


নকল কেন চেতনা জাগবে মানুষ
মনটি জাগ্রত চেতনায়?
নকল ভাবনা কে শেখালো মানুষ
ঐ'সকল নকলকে চাই!


মানবতা মানসিকতা প্রাপ্তি অনলে
ধর্ম শিক্ষা গ্রন্থেও নেই;
নেই অন‍্যান‍্য শিক্ষা পাঠ‍্যক্রম পস্তুক
কোথাও খারাপ লেখা!


নকল বাক‍্যালাপ দেনা-পাওনা হিস‍্যা
কোথা হতে পেয়েছে'
মানুষ নকল কথা-গল্প-কিচ্ছা-অট্টহাসী
কুশিক্ষা মন বসবাস।


হাত বানানো পেট বানানো নকল ভরা
পেট প্রাণ হৃদয় আত্মা!
কোথা থেকে শিক্ষা ছড়ালো মানুষেরা
ভাবতে আমার কষ্টকর।


নকল স্বভাব মানুষেরা দিশেহারা তারা
করছে নকল চেতনায়।
উদারতা প্রেরণা সুফল জীবন আসলেই
অনলে জীবন শূন‍্যতাভরা।
************************
বাণী: মানুষ যত সময় বাজে লোভ-লালসার স্বীকার হওয়ার জন‍্য যে কঠোর পরিশ্রম করে থাকে। সেই সময় যদি উত্তম কাজে মনোযোগী হতে পারতো। তাহলে অবধারিত আসল পথেই সঠিক জীবন লাভে উন্নত জীবন অর্জন করে মুক্ত মনটি বিকশিত জগৎ সংসার ধন‍্যতা পেতো। অনলে নয় তো কোনই মানবতা অপূর্ব জীবন।