এই ভাই-বোন সকল
               কোথা যান বলে যান।
আসুন বসুন করি গল্প
               লেখি কবিতা দেশাত্মক।


নিজ মনে জমানো গ্লানি
                সব লিখে দূর করবি।
মন হবে হালকা এ'ধরা
                এমন কেউ আছে কি?


লিখবে কবিতা যে প্রেমিক
               সেই মন মানুষকেই চাই।
ভাগ‍্য আমায় বলে দিবে
               কোথা স্বর্গশোভা পেতে হয়।


চলো যাই আমরা একসাথে
                আপন মনের মাধূর্য মেখে!
চেতনা ভরা মনটি পাইকি?
                 আসুন তাই কবিতা লেখি।


বলি মনের কথা দুঃক্ষ-কষ্ট
                যতসব ঘনঘটা রয় জীবন।
আমি তুমি সে তারা তিনি
                আসুন লিখি কবিতা সবাই।


এরপর চলুন দেখি কবিতা
                পড়ি কবিতার বই একত্রে।
কবিতা মানুষের কথা কয়
                কবিতার মাঝে মনুষ‍্যত্ব রয়।
************************
বাণী: একটি সুস্থ স্বাভাবিক মানুষ। সে সমাজে গুণিজন হিসাবে বসবাস করতে চাইলে অবশ‍্যই কবিতা লেখা ও চর্চা অবধারিত। নয়তো ঐ'সকল লৌকেরা কখনোই প্রকৃত জ্ঞানী হতে পারবে না।