কেন কষ্ট দাও মানুষ মানুষকেই
কেন দাও!
কিসের জন্যে দাও?
আজ যাকে দিলে কষ্ট'
আগামী দিন যে অপেক্ষায়
রইল তোমারই জন্য!
কেন তবে এমন করো
মানুষ হয়ে মানুষের সহিত?


দেখ তো আজ যে'জনারা ধনী
অহংকার ভরা মন!
ক'টি বছর অপেক্ষা কর'
দেখবে তুমি কোথায়...
অহংকারী কোথা রয়!
মানুষ মানুষেরই জন্য।
মানুষ হয়ে দিলে অন্তরে আঘাত
কেন দিলে কোন নেশায়?


ভেবে কি দেখেছো কি হবে ভবিষ্যৎ?
এমন কখনো করবে না।
যাকে করলে অন্তর বেদনা
এক সময় দেখবে তারই নিকট যেতে হবে
তখন কোন মুখটি দেখাবে?
কেমন করে বলবে তোমার চাওয়া ও ক্ষমা
ভুল মন ভুল হিংসা করিও না।


মানবতা কাকে বলে আগে জানবে
সেই মন অনুপ্রেরণায় নিজকে সাজাবে।
তাই তো মানুষ মানুষের জন্য কল্যাণী
অপূর্ব শোঁধা ভরা অনন্য মানুষ মানবতা।
কত হিংসা কত অপমান পথচলতে ভীতি!
কেন এমন করে থাকো মানুষ মানুষে?
একদিন সেই ভীতিই তোমাকে পেতে হবে
তখন দেখবে কত আফসোর্স শোধরানো দায়।
×××××××××××××××××××××××××××
বাণী: সুখ কামনায় মানুষ মানুষের প্রতি কল্যাণকামী হতে হয়। কোন প্রকার অপরাধ মন নিয়ে নয়।