যেখানে দেখিবে ছাই; উড়াইয়া দেখবেও তাই
মহা মূল্যবান উক্তি! পাইলেও পাইতে পারো'
মূল্যবান ধন-রত্ন। আসলেই উক্তিটি মূল্যবান।
এমনই ধরা এই দুনিয়াতে। মানুষ চা'ই ধন-রত্ন!


রত্ন পাগল দিশেহারা অপূর্ব চেতনাময় প্রাপ্তিরই।
আশার আলো জ্বালাতে চায় শুধুই অপ্রিয় মনটি।
তাই কিসে কোন চাওয়া আর পাওয়া উচিৎ জীবন?
সেই কথাটিই কি জানা যায় কাঁচা বয়স নর-নারী?


কখনও স্বপ্ন বাস্তবায়ন রূপ নেয় না বিনা অভিজ্ঞতা।
অল্প না বয়স; সেই বয়স জানে না শ্রম ও শ্রমমূল্য।
শুধুই পেতে চায় আরাম-আয়েশ শোভা চোখ স্বপ্ন।
সময়ের সাথে গাঁ ভাসায়ে চলতে চায় দেওয়ানারা।


যে জন দিবসে মনের হরসে জ্বালায় মমের বাতি।
আসুক গৃহে পাবো না কো আর নিশিত প্রদীপ বাতি।
সেই সকল সহজ উপায়ে প্রাপ্তি মানুষেরা জানে কি
বাবার বাবা; তাঁর বাবার দাদার কি কষ্ট অর্জিত ধন?


শত কষ্টের বিনিময় অর্জন গচ্ছিত মূলবান সম্পদ।
সেই সম্পদের মূল্য জানতে পারি কি প্রজন্ম আমরা?
আসল আর নকল; খাঁটি সোনা ক'জনা বোঝে এ'ধরা?
কাঁচা বাঁশে সহজেই ঘুণি ধরে; পাকা বাঁশে সহজে নয়।


এমন কথাটি উক্তি জানবে কেমনে যদি না অর্জন না
রয় অভিজ্ঞতা প্রকৃত মানুষ জীবন গড়ার প্রতিফলনে?
সেই সকল মানুষেরাই বোকা ও আধা ছেঁড়া বোকা।
যারাই জীবনকে সুন্দর কষ্টার্জিত শ্রমে সফলতা পায়


ঐ'সকল মানুষেরাই প্রকৃত মূল্যবোধ মূল্যবান মনুষ্য।
সমাজ থেকে নিতে হয়; দেখতে হয়; জ্ঞানার্জন সমতা।
অনেক অনিয়ম চোখে পড়ে জীবন তটে' জানতে হয়।
কোনটি প্রকৃত চাওয়া-পাওয়া আর কোনটি অবাঞ্চিত?


সমাজের বেশ অপকর্মের সাথে গাঁ ভাসায়ে দিলে নয়!
চলবে না কোনই মতে নিজ জীবন মানুষ হিসাবে ধ্বংস।
সবই জানতে হবে করতে হবে চমৎকার নয়ন স্বচোখে।
সুবিবেচনা জাগ্রত মন প্রাণ আত্মার প্রকৃত অবলোকনে।


বিনা অর্জন ও অনভিজ্ঞতায় সম্ভব হতে পারে আসলের
আর নকল তো সময় মাত্র। নষ্টালজি জীবন রচনাতেই।
যা অনাকাঙ্কিত অপ্রিয় জীবন চক্রাকার ঘূর্ণায়মান চরণ।
কোনটি সঠিক ও কোনটি সঠিক নয় সেই জ্ঞান রয় কি?


অভিজ্ঞতা সুবিবেচক অবিবেচক মানুষ মনুষ্যত্ব মনটিতে?
চরম সত্যের পথ অবিচল অনুশাসন মেনেই চলতে হয়।
এমন করেই জীবনমান প্রেরণা অনুশাসন অগ্রগতি সেরা
অনন্য অসাধারণ অপূর্ব চেতনাময় সুন্দর হয় অভিজ্ঞতা।
×××××××××××××××××××××××××××××
বাণী: মানুষ প্রকৃত জীবনমান উন্নত হতে হলে অবশ্যই এক অসাধারণ সুউচ্চ জ্ঞানের অধিকার নিয়েই অর্জনের পথ সুগম হয়। অভিজ্ঞতা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না।