বাবা ডাকে ব্লাক মেইল
হায়'রে অপদার্থ!
অন্যায় অসভ্যতা মন ভেদ
কথা শোনাতে বেয়াকুব।


সঠিক পথের পথিক নয়
অপথের বেঁড়া।
শুধুই যেতে চাও অন্যায়ে
ন্যায় অস্বীকার।


সঠিক মানুষ পাওয়া দায়
যাও রয়!
এ'সমাজ তটে করো ব্লাক
কেন এ'করো?


বিবেক কি নেই তোমার?
ঐ'দিকে অপরাধ!
শুনতে চাওনা কোন মতেই
সংশোধন ভালকর্ম।


কেন'রে মানুষ হও অমানুষ
জীবন বেহুশ?
প্রশ্ন জাগে এমন কেন'রে
মানুষ স্বভাবের?


এমন লোক সাথে চলন
করো কাজ-কর্ম;
ঐ'লোকটির নেই কোনই লোভ
তোমার প্রতি অন্য!


সেই লোককেই করো ব্লাকমেইল
হায়'রে সন্তান!
অসভ্যের বেয়াদব কোন বুদ্ধির
বিবেক-বিবেচনার?


স্বপ্নছিল ডেকেছো বাবা সন্তানমন
পিতাতেই শান্তি!
ডাক যেন প্রাণের আছান হৃদয়টি
ঐ'নামটি জবে।


অপূর্ব শোভা বর্ধন শূন্যতাতেই
রেখে অপকর্মতায়।
সুযোগ-সুবিধা খোঁজ অপ্রিয়মন
কি তোমার শিক্ষা?


কত সুন্দর বিজ্ঞতা অপদার্থতার
ভালো কথা বলো।
চরিত্র ঠিক নেই গঠনে অপ্রতুল
হৃদয় করে খানখান।


কোথায় চন্দ্র চন্দেরই চন্দ্রিমা
জানা নেই আমার?
উপমা সেরা জ্ঞানের আলোক
এমন জনাতে ব্লাক।


যে'মনটিতে ধর্ম-কর্ম সচেতন
চেয়েছি ভাল তোমার।
তুমি চাও অপ্রিয় অকর্ম সেরাটি
এমন করেই চল।


কবে হবি সঠিক পথ দিশারীর?
তুমি সদ্য বিবাহিত।
সন্তান দু'টি অপূর্ব রূপেরই
তুমি পিতা হয়েছো।


যদি করো অন্যায় সমাজতটে
সেই অন্যায় সন্তান!
দেখবে পিতা হতে একান্ত কেন?
কেমনে সন্তান শ্রদ্ধা!


যাকে পিতা ডাকলে সে'পিতাকে
কি করে দেখাও মুখ?
অপকর্ম মিথ্যা অসভ্যতা চরণে?
হায়'রে অসভ্যতা মনুষ্যত্ব।
××××××××××××××××××
কবিতাটি উৎসর্গিত: আমার দপ্তরের এক হতভাগা অপদার্থ বেয়াকুব প্রশাসন কাম পরিবহণ সিনিয়র নির্বাহী কর্মকর্তা, জনাব, মঈন উদ্দীনকে। তার সংশোধনী মূলক কর্মকান্ডের উপমায় উৎসর্গিত করণার্থে। শুভকামনা জানাই ভবিষ্যৎ জীবনের সঠিক পথচলায়।
××××××××××××××××××××××××××××××××××××××××××
বাণী: জীবন সুন্দর করতে অবশ্যই মানুষ কে প্রকৃত মানুষ হওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ও সেই সাথে ভাল কর্ম জ্ঞান খাঁটিয়ে কঠোর পরিশ্রম বিনিময় অর্জনের অপর নামই হল সঠিক ও মূল্যবান মানুষের জীবন গড়ে ওঠা। অন্যায় যা যাবর জীবন মান চলন ছাড়া আর কিছুই নয়।