এসো গো বন্ধু স্মরণ করি
এই বাংলাতে আমাদের জীবন গড়ি!
এই বাংলা ভাষাকে শক্ত হাতে আতস্থ করি
এই বাংলা ভাষার বাংলাতেই।।।


রয়েছে বাঙ্গালীর চেনা এক শক্তি
যে ভাষার বলে আজকের বাঙ্গালী;
যে পতাকাটি'র অর্জনের
লাল-সবুজের আমরা বাঙ্গালী
এই বাংলাদেশের নাম রচিত।।


বিশ্ব যেখানে নিয়েছে চিনে
এই দেশ বাংলাকে;
সোনার বাংলা বাংলাদেশ কে
এই বাংলার ইতিহাস যেখানে অহংকার।।
আমরা বাঙ্গালী!!!


বিশ্ব ইতিহাসের পাতায় যে নামটি স্বার্থকতা লাভ করেছে
এই বাংলা ভাষা-ভাসী’র আমরা বাঙ্গালী
একটি দেশের বড় শক্তি;
একক সংখ্যা গরিষ্ঠতার মাতৃভাষা
আমাদের বাংলা’র স্বার্থকতাও
সেই মাতৃভাষা বাংলা।।


আমরা বাঙ্গালী;
আমরা অনেকেই জানি
আমরা বিশ্বাস করি
এই বাংলা ভাষার শক্তিতে
প্রবেশ করতে দেওয়া যাবে না।।
হবে না কোন আপোষ;
ইংরেজীতে একটি কথায় বলা হয়
আমরা সবাই জানি!!


নো কনসিডার দা কেসেস
এ্যাবাউট অন্যান্য ভাষাকে
প্রবেশ করানো যাবে না এই ভাষাতে
বাংলা ভাষার কলা-কৌশল!!


এই ভাষাতে আনতে হবে অন্য রকমের চেতনায়
বাংলা ভাষার সাংস্কৃতি'র
চর্চাতে এই দেশের আপা-মোড় জনতার মাঝে ছঁড়ায়ে
দেওয়ার ন্যায় উৎজীবিতে'র
দায়ত্বি নিতে হবে আমাদের প্রজন্মদের।


সকল ক্ষেত্রে অফসি-আদালতে
বাংলা ভাষায় চিঠি-পত্র
আদান-প্রদান করতে হবে
নিতে হবে দায়ত্বি এই দেশেরই
দায়িত্ববান ব্যক্তি বর্গের, যাদের মাধ্যমে
আসবে আদেশ পালতি হবে এই বাংলা ভাষার।


জাগ্রত করতে হবে সকল বাংলা ভাষা-ভাসীদের মাঝে;
অনন্য মানসিকতার আত্ন:বিশ্বাসের!
আমরা বাঙ্গালী।।
এই চেতনার শক্তিকে
করি যদি অবহেলা;


সময়ের কালে-ভদ্রে
ভুল নেতৃত্বের কষাঘাতে
হয়তো বা হারাতে বসতে হতে পারে..
এক সময় এই চির-চেনার
আপন মাতৃভাষা বাংলা’র।।


বর্হি:শক্র’র দল যখন নেবে আশ্রয়
তারা খুঁজবে কোথায় যেন..
পেতে চাবে গন্ধ দূর্বলতার এই বাংলার
একটি রাষ্ট্রের দূর্বলতার ছত্র-ছায়ায়
ষড়-যন্ত্র করার চেষ্টা করবে যে তারা;


আমরা বাঙ্গালী!!!
জ্ঞানী লোক, গুণীজন, পন্ডিত
, বুদ্ধিজীবি, কলামিষ্ট, রাজনৈতিক বিদ,
সকলেই যেন সজাগ থেকেই
লক্ষরাখী আমরা বাঙ্গালী।।


এই চেতনার শক্তির কাছে
কেহ যেন বর্হি:শক্র প্রবেশ করতে না পারে
জীবন চলার মাঝে
আসে যদি কোন দিন
ব্যক্তি’র উপর কষাঘাতের আঘাত
সেই আঘাতেও যেন কোন অবস্থাতেই;


নিজ দেশের সাথে করা যাবে না বিশ্বাস-ঘাতকতা।
জেনে নেবো আমরা এই দেশের জনগণ
আমাদের ও আমাদের প্রজন্মদের!!
সব সময় মনে-প্রাণে গেঁথে রাখবো
এই দেশ আমাদের
তবেই তো স্বার্থক বাংলা কবিতার
এক অনবদ্যতার অনন্য চেতনার বাংলাদেশ।
--------------------------------------
বাণী : বাংলা ভাষা বাঙ্গালী জাতির বড় শক্তি।