আমি মনে করি না ব‍্যবহার নিয়ে কথা বলা
মানুষের ব‍্যবহার কখনোই একটি জায়গায়
থাকে স্থির। স্থান-কাল-পরিস্থিতির-ব‍্যবহার
বদলায়। যখন যে মানুষ যথা সুন্দর আচরণ
ব‍্যবহার করে। তাই দেখে বলা ঠিক নয় ঐ'
লোকটি বেশ ভাল! বললে হবে মুখরোচক।
সত‍্য আর মিথ‍্যা চলমান ধারা। যেখান হতে
মানুষ অমন‍ুষ‍্য অমানবতা কর্ম করে। অপর
দিকে অন‍্যত্র একই মানুষ মানবতার সেবা
কর্মকান্ড দেখা। জাল নোট গল্পটি শুনেছি।
তেমন করেই মানুষ অমানুষ দেখা ঐ'জাল
নোট টাকা অব‍্যবহার্য তেমনেই ঐ'সকলরা
সুযোগ সন্ধানী ব‍্যবহার রচনা সেরা সভ‍্যতা
পেতে মুখ দেখানো সুলভ নাটকীয় মঞ্চমন।
লোকে দেখে আসলেই তো খুব সুন্দর লোক
এমন লোক তুলনা হয় কি এ'ধরা পৃথিবীর?
প্রকতই খোঁজ খবর নিয়ে দেখেন ঐ'সমস্ত
রঙ বদলানো মানসিক পরিচয় নারী-পুরূষ!
তাই তো বলি শুনুন সকল মানুষ হয়ে মানুষ
প্রতি ভাল ব‍্যবহার কি দরকার জানতে চাই?
দরকার হল সঠিক কথা; সঠিক জবাব; সেই
চলমান ধারা অসাধারণ স্বচ্ছতর জীবনমান।
সেই সকল মানুষেরাই তো উত্তম ব‍্যবহারের
একে অপর প্রতি শ্রদ্ধ‍্যা; সচেতনতা; উত্তমতা;
তবেই চমৎকার  অনন‍্য ব‍্যবহার প্রস্ফটিতরা
মনুষ‍্যতার অসাধারণ মানুষ সকল জ'নার!!
**************************
বাণী: সুন্দর ব‍্যবহার সব সময়ই উত্তম। মানুষ হিসাবে মানুষের প্রতি চমৎকার ব‍্যবহার একে অপর কামনা করে থাকি। আর থাকাটাই স্বাভাবিক। তাই বলে দুষ্ট লোকদের ভাল ব‍্যবহার অর্থই হল সর্বনাশের পথ পরিস্কার। এমন ব‍্যবহর করে থাকে যেন আপন জনারাও হারমানে। পরক্ষণেই দেখা! সর্বনাশ দিশেহারা। উক্ত ভালোবাসায় ফাটল; এমন ব‍্যবহার অপব‍্যাখ‍্যা ব‍্যতীত আর কিছুই নয়।