এসো বন্ধু শোন সকল; এসো বন্ধু এসো
চলো চলি এক সাথে; ঐ'দেখো নদী!
জোঁয়ার ভাঁটা প্রবাহিত এ'ধরায় ধরণীতে
মানুষ নাম মহব্বত জীবন মান ভাবনা।


কোথায় সেই মান‍্য বন্ধুত্ব মানুষ মানুষে?
ঐ'মানবতার কথা শুনতে পাই তবু!
কত আপন ভরা হ্নদয় মাঝে করছি খেলা
মানুষ মানুষের মাঝে কেন জানি?


জানতে বড়ই ইচ্ছে হয় কোথায় জ্ঞান অন্ধ
পৃথিবীর সৃষ্টি মানবতায় সববাস।
এই ধরণীতে সুন্দর মান মর্যাদা পরিপূর্ণে
হাজার ফুল ফুঁটবে উপভোগ‍্য মনুষ‍্য।


সেই ফুল পায় যেন ঠাঁই এ'ধরারই বুকটির
বন্ধু বন্ধু সকল একে অপর তরে।
ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার
কোথায় গেলে শান্তি মেলে বলো?


এই বন্ধু ঈত আপন; সেই বন্ধু যদি হয় পর
বেদনা মন কাকে বলি দুঃখ কথা?
কে আছে শোনার সেই বেদনা মনের বাক‍্য?
এমন বন্ধুর মনের কথা জানতে।
*******************
বাণী: আপন আর পর নয়! মানুষ নাম জন্ম মানব শিশু। হয়ে বড় একদিন। মানুষের মতন মানুষ। সেই না তারাই সুকর্ম ফল যোগাবে বন্ধুর বন্দন।