সভ‍্যতা বিলাপ মানুষ নয়'তো মনুষ‍্যত্ব
পড়া-লেখা রয়; হিসাব-নিকাশ জানে।
বুদ্ধি-মত্ত্বার পরিচয় বিকাশ-বিলাপের
ঠাঁট-বাঁট চমক-প্রমোদে নেই কমতি।


ভাল-মন্দ রয় কতটা যেন বেশ জানা
নিজ সবই বোঝে স্বার্থ পরতা মনটি।
কর্ম-ধর্ম-পরপোকার-অসাধারণ চলন
সুউচ্চমান জীবন-যাপন বিলাসী ভাব।


তারপরও ঐ'লোকেরা অধরা চরণে
হ‍্যায় যেন কতশত চলন অসভ‍্যতায়!
সেই মনটিতে দেখা ওরে প্রেমিকেরা
কেন এমন হয় জাগ্রত জাতি বেহুঁশ?


রাজনৈতিক রাজকাহন সমাচার সবই
দেখা দেখি মানুষ মানুষের তরে রয়!
কথার কথা ভাবনাতে অপূর্ব অপরূপ
হয় কি তুলনা অন্য কোন কিছু সাথে?


সে সকল মনেও দেখা বেহুঁশ মনুষ্যত্ব
বিবেক উদীত চৈতন্য ভগ্নদশা সর্বনাশ!
বিবেক পাগল অন্ধত্ব অপ্রিয় জান্ত্রিকেই
সব বিকায়ে বিপথগামী শূন্যতা হৃদয়।


হা-হা-কা-র-অ-বি-বে-চ-ক-আ-ত্মা
সকল সুবিবেচনা এক সময় মনে হয়
কোথায় রয় তাদের স্বপ্ন সবই ধান্দা
ওরে মানুষ বিজ্ঞজ'না সব যেন নকল।


কার হুঁশ রয়; কে বেহুঁশ; জানা দায়!
সমাজ বুকে কতই কথা হয় জন্মান্তর!
শিশু বাক কহে কথা শুনতে বেশ সুখ
সেই শিশুই হয়ে বড় হয় হুঁশ বেহুঁশ।


ওরে মানুষ দেখরে কেমন করে হবি
মানুষ সব সময়ই থাকবে হুঁশ সর্বত্র।
তা না হলে এই ভাল এই মন্দ কেন?
ধর্ম যেন রয় আত্মশুদ্ধিতার স্বপ্ন হুঁশ।
×××××××××××××××××××××××
বাণী: বেহুঁশ হয় কেবল মাত্র মানুষ অমানুষেরাই। তাই মানুষ হুঁশ থাকতেই জানতে ও শিক্ষা নিতে দীক্ষা গ্রহণ অতীবও প্রয়োজন। অন্যথায় বেহুশ ভাবেই যাপিত জীবন বিপথগামী অমানবতা ভোগ। যারন্যায় সুষম জীবন ধারা হুঁশ পালন চাল-চলন-কামনাই একমাত্র মনুষ্যত্ব বিকাশ লাভে অনন্য।