সাধু ভাষা;
কি করিয়া জানিবো আমি ভাষা?
কোন মতে কথা বলিতে শিখিয়াছি'
পরিবারে না ছিল শিক্ষার তেমন কোন
হাল-চাল! পিতার বাড়ির যে অর্থবস্থা'
নানা বাড়িতেও ঐ একই আর্থিক হালচাল।


কি করিয়া জানিবো সাধু ভাষা কি?
যে সংসারে রহিয়া থাকে শুধুই অন্য কষ্ট!
সেই সংসার চালাইতেই লবণ যোগাড়
করিতেই পান্তার অবসান সেই জায়গায়'
আবার পড়া-লেখা তারই সহিত সাধুর গীত!
সেই গীতে হইলে চ্যুত হইবে না লেখা কবিতা
শুদ্ধ! আমি বাংলা গ্রামার ভাল জানি না;


তাই বলিয়া কি কবিতা লিখিবার শখ বন্ধ
হইয়া যাইবে? না আমার মনের ইচ্ছা যে ভাবেই
পারি, এই বাংলার সন্তান আমি! লিখিতে চাহি
আমারই মনের মাধুর্য মিলাইয়া; সেই ভাবেই
লিখিবো বাংলা ও বাংলার মানুষের কল্যাণেরই
সুন্দর একখানা কবিতা। তাতে হউক রক্ষা বা না
হউক গ্রামারের। চলিবে কলম কবিতা লিখাতেই।


চলিত ভাষা;
সাধু জ্বী! সাধু ভাষায় না লিখলে কবিতা
সাধু ভাই কি করবে বল না?
এতো শত ভাষার মিশ্রণ আমি বুঝি না?
আমি চাই হোক যে ভাষাই! লিখতে চাই
কবিতা। ঐ লেখা কবিতায় যতটুকুন ভাল
ও কল্যাণ কর কাজে আসবে মানবের রও
না লুফে আপন মনে নিজেকে জেনে ও বুঝে।


তবেই তো জানতে পারবে সাধু ও চলিত
ভাষার পার্থক্য ও তাৎপর্য কি? বল না এই
কবিতাটিতে হইয়াছে (সাধু) হইছে (চলিত)
ভাষার মিশ্রণ কি? যাদের (চলিত) যাহাদের (সাধু)
জানা থাকে না নিজেরই কাজের জায়গায়! জানাই নাই;
তারা নাকি জানে আবার সাধু ও চলিত ভাষার মিশ্রণ।
হায়রে মানুষ বুদ্ধি-দাতা যার হয় না কোনই তুল'না।
তারাই নাকি সেই গল্পের মতন হয় (সাধু ও চলিত)
সন্যাসির বেশভূষা।।
===×××===
===×××===
বাণী : কোন লোককে কোন প্রকার উপকার করতে চাইলে সুন্দর ও স্বাভাবিক ভাষাতে বলেও করা যায়। অর্থ না দিয়েও বুদ্ধি দ্বারা, কলমের লেখা দ্বারা, মানব উন্নয়ন নামক ওয়ার্কশপের আয়োজন করে। তাই মানুষ হয়ে কোন মানুষের অপমান করে কোন শিক্ষা দেওয়ার চেয়ে মনের সুখে সাধু-চলিত ভাষার মিশ্রণে মনের মাধূর্য মিলায়ে কবিতা, গল্প, সাহিত্য, রম্য রচনা, ছোট গল্প-গুচ্ছ ইত্যাদি লিখে মনের আনন্দ-দায়ক খোরাক যোগাড় করে নিজের কল্যাণে ব্রত:থাকাই প্রকৃত ভাষা ও গ্রামার জানা। অপর দিকে ভাল গ্রামার জানি ইংরেজীতে ফটফটানীতে ওস্তাদ কিন্তু দূরজন ব্যক্তি! তাতে নিজের কি লাভ আর সমাজ? তাই ভাল ভাবে জেনে বুঝে চললে ছোট-খাট একটু আধটু ভুল হলেও স্বাভাবিক জীবন-যাপন করাতে সাধু ও চলিত ভাষার মিশ্রণে কবি ও কবিতার কোনই লোকসান হবে না।


কবিতাটি উৎসর্গিত করা হল: বাংলা কবিতার আসরের যোগদান কৃত নতুন প্রিয় কবিবর, জনাব, শাহ্ সাকিরুল ইসলামের নামে। সুস্বাগত।।