বাংলা ভাষা এমনই একটি ভাষা সত‍্যই
আমরা যারা বাংলা ভাষার মানুষ রয়েছি।
এ'ধরণিতে করছি বসবাস কতই মুক্তমন
বাংলা ভাষায় বাঙ্গালীরা করছি বিনোদন।


বাংলা ভাষা মায়েরই ভাষা কথা বাংলায়
মায়ের কোল হতে এ'ভাষা শেখা শিখেছি।
আপন মনে প্রিয় মাতৃভূমিকে জেনেছি ঐ'
তাই তো চলমান এমন ভাষার নির্যাস মন।


আমরা বাংলার সকল ভাষ-ভাষীরা এ'ধরা
চলছি চলে আসছি কাজে-কর্মে সমস্ত স্থান।
আমরা সকল একতাই বল বাংলার সন্তান
পদ্মা-ঘেঘনা-যমুনা-আঁড়িয়াল খাঁ-ব্রক্ষণপুত্র!


হাওর-বাওর-নদী-নালা-খাল-বিল-জলাশয়
সবুজ গৃহায়ন বনাঞ্চল ফসলের মাঠেরা খুঁশি!
বাংলার দামাল সন্তানদের পদচারণায় ক্ষেত
আ-হা-ক-যে-খুঁ-শি-র-জো-য়া-র-স্ব-প্ন-ভ-রা।


বাংলার সকল কৃষি পরিবার আপন মনে গেয়ে
যায় সুমধুর সুকন্ঠি গান পাগল কৃষকরা এ'ধরা।
কৃষাণীরা খুব খুঁশি সহধর্মী গায় মাধূর্যতায় ভরা
পরান যায় জুড়ায়ে প্রতিবেশি সফল সমাবেশে।


একে অপর মনের আবেগ প্রকাশ খুব মুক্তিমন
নিজ ভাষা বলে কথা সমাদর একে অপর জ'না।
মায়ের ভাষা বাংলায় কথা বলার স্বাধীনতা রয়
এ'রকম কি আর কোন ভাষায় আমরা বলা যায়?


তাই তো বাংলা আমাদের মায়েরই মমতা মাখা
আনন্দ-বিনোদন-সুখ-দুঃখ-সাংস্কৃতি-চল-বাংলা।
মন-প্রাণ-আত্মার-স্পন্দন-সর্বত্র-জুড়ে-রয়-বাক‍‍্য
কথা বলার বাক-শক্তি লিখছি যে ভাষায় কবিতা।


বাংলা ভাষার শিখোর তাই তো এতোটাই মজবুত
বিশ্ব-সাহিত‍্য দরবার উন্মোচিত ইতিহাস রচনায়।
*****************************
বাণী: একটি বর্হিঃশত্রুর হাত হতে রক্ষায়। সেই দেশের ভাষাই যথেষ্ট। কখনো নিজ দেশের ভাষা অপর দেশকে শেখাতে নেই। শেখালে দেশে শত্রুরা কখনো সেই দেশের উন্নয়ন ভালো ভাবে দেখবে না। যা পরিহার করাই উত্তম