বাংলাতে আছে ফলের গাছ
ঐ দেখ আছে কত :
আম, জাম, কাঠাল,
লিচু, পেয়ারা, পেঁপে,
আনারস, কলা,জামরুল,
জলপাই, আর ও কত কি।।


বাংলাতে আছে নদী-নালা, খাল-বিল
ঐ দেখ আছে কত:
নানান রকমের সুস্বাদু আমিষ জাতীয় মাছ
ঐ দেখ আছে পুশু পাখী।।


অতিথী আপ‍্যায়ণে সেরা
আমরা নামে জাতি বাঙ্গালী
স্বাধীনতা লাভে আমরা বাঙ্গালী
বাংলা ভাষায় কথা বলাতে
আমরা স্বাধীন বাঙ্গালী।।


মুক্তি যুদ্ধের চেতনায় গড়া এই দেশ
আমরা বাঙ্গালী জাতি
বঙ্গ বন্ধুর গড়া সোনার বাংলায়
আমরা জাতি বাঙ্গালী।।


সবুজে শ‍্যামলে ঘেরা অপরুপ
বাংলার আমরা বাঙ্গালী
এই দেশ উর্বর ফসলের দেশ
আমরা জাতি বাঙ্গালী।।


এই দেশ আমাদের স্বাধীনতা কামী
স্বাধীন বাংলাদেশ
অমর চেতনার স্বাধীন দেশ
সাত সাগর ও শত মায়ের
রক্ত বিনিময়ের এই দেশ।।


কখনও পরাজিত বরণ করতে চাইনি
এই সেই বাঙ্গালী জাতি সেই দেশ
কোন বার্ধক‍্যই হার মানাতে পারে না
এই সেই দেশ যে দেশটির বাংলাদেশ।।


এই দেশের আবহাওয়া ও পরিবেশ
বাঙ্গালীদের আর্শিবাদ
প্রাকৃতিক সৌন্দার্য এক অনন‍্য
প্রকৃতি যেন হাত ছানী মারে অবকাশে।।


আ-হা-কি-সৌন্দার্য-বর্ধনে-জাতি-আমরা-বাঙ্গালী
এই দেশ আমাদের
সমরে আমরা; সর্বত্র আমরা দেশের তরে
রইবো সার্বভৌমত্ব রক্ষার্থে।।


এই বাংলার ও বাঙ্গালীর
হোক জয় জয় কার
গড়ে উঠুক বাংলর মানুষের মাঝে
এক অন‍্য রকমের জাগ্রত  স্বাধীন
মন ও প্রাণ আমরা সেই জাতি বাঙ্গালী।।।