প্রকৃতির নীলা খেলা
বানভাসী কষ্টের আহাজারী ধরায়।
বিধাতার দান! দয়া!
সৃষ্টিকর্তার রহস‍্য' বুঝা বড়ই দ্বায়।


সৃষ্টিকর্তা তোমারই দয়া
করো রহম তোমার সৃষ্টি মানবকে।
বন‍্যা-প্লাবন রক্ষা বাঁধে
ভূগছে তোমারই কতশত বান্দারা।


হচ্ছে ঘর-বাড়ি ছাড়া
এমন অভাব করছে কষ্ট ব্রত: মনটি।
মানুষেরা খুবই অসহায়
তুমিই একমাত্র ভরসা রক্ষার্থে এ'ভব।


ক্ষমা কর; মাফ কর!
মহা মানবতার সেবা ইতিহাস স্বীকৃতে।
জাগ্রত জাতি প্রথাপ্রেম
বানভাসী মানুষের পাশে সহায়ক এক।


মানুষও তোমার সৃষ্টিররহস‍্য
আবৃত্ত চাদর; বন‍্যা পানিস্রোতও তোমার
জানি সবই দিয়েছো মানবে!
কল‍্যাণ এ'অভিনব অনন‍্য শুভকামনায়।


সৃষ্টিকর্তা সবই সৃষ্টি তোমার
তুমিই জাগাও; তুমিই ঘুম পারাও জগতে।
বড়ই অন্তরের অন্তজামীর
কিসে যে কোন কানন! তুমি জানো বেশ।


পারো তুমি সবই ক্ষমাকর
প্রকৃতির প্রাকৃতিক ঝঞার সমস্ত ক্ষতিকর।
যা তোমার সৃষ্টির মানুষের
অকল‍্যাণকর এ'পৃথিবী হতে' সকল মানবতা।
**************************
বাণী: বিধাতা সকল জীবের কষ্ট দেন ও দেখান তার একত্ববাদের রহস‍্যকে অবলোকন ও তাৎপর্যতা বোঝানোর জন‍্যে। মানুষ যেন পরীক্ষা স্বরূপ জানতে এবং বুঝতে পারে। পারে কল‍্যাণকর কাজ করতে। আর আল্লাহ্ ও অদ্বিতীয় বুঝে সর্বময় ক্ষমতার অধিকারী। একমাত্র আল্লাহ সকল প্রশংসার দাবীদ্বার। সেই তাৎপর্যতা বহনে মানুষকে প্রকৃত মানুষ হওয়ার তাগিদ বহন করে। যা মানবের কল‍্যাণকর।