এই তো চলছে হাওয়া
আকাশে-বাতাসে ঐ যে
সেই বসন্তে রাণীর ললাটে
হরেক রকমের রঙের মন
কাড়া লিপস্টিকের প্রলেপ
দুু'টি ঠোটে, দু'টি নয়নের
কর্ণের সেই কি যে অপরুপ
শোভায় সাজতে আই'লাইনা
-রের অঙ্কনের ও কপালেতে
সেই অপূর্ব এবং প্রাণ আস্বাদ
-নের সেই রুপ লাবণ্যের দেহ
-টিকে মনের রঙ্গের পোশাকে
সাজাতে বসন্ত উদযাপনে হয়ে মন!


সেই মনের মাধূর্যেতে চায় পেতে
রাণী! রাজার স্পর্শের পরশ ঐ
সেই সাজুনী প্রেমিক বসন্তের
বাসন্তীর আভাতে। আ' হা' কি
যে আনন্দ বাংলার ঘরে ঘরে!
সেই আনন্দ বরণে হয় প্রেমের
সুভাষের অনন্য আনন্দের মনে
ঘোরা-ঘুরিতে এই বুঝি আলোড়ন
সেই বসন্ত রাজ-রাণী ও ছোট্ট কচি
-কাঁচা কলকাকলীর সোনা মনিদের'
ঐ যে দেখতে পাচ্ছি আনন্দ মেলা!
এই বসন্ত রাজ বাসন্তী রাণী সাজে।
দিলাম প্রেম নিবেদন সেই সাজে'
নিজেও সহমত পোষণে উদ্ভাসিতে
অফুরান্ত ভালবাসা রাখলাম বসন্তের স্মরনীতে।
===×××===
===×××===
বাণী : বসন্তে আকাশে-বাতাসে অনেক ফুলের সম্ভাবনায় গাছে গাছে মুকুর আসে প্রকৃতির নিলায় যেন ছড়িয়ে পড়ে সেই সৌন্দার্যের অপূর্ব শোভা। আর ফোটে ফুল সেই সুভাস নিয়ে বিলায়ে সকল বসন্তের রাজ-রাণী ও শিশু-কিশোর চরণে। কি যে আনন্দ-বিনোদনের সারা-জাগে মানুষ মানুষের তরে। সেই রবে যে আনন্দ উল্লাসে থাকবে সুন্দর মন। ঐ আনন্দই রুপ পাবে অনন্যতায় ভরা মানব মানবের তরে বিনোদন। অন্যথা নহে।