মনের মাঝেই বসবাস হ্নদয়ের
মনই ব‍্যাকূল রয় হ্নদয় খানাতে
সেই মনের রকমারী বাসনায় ঐ'
জাগ‍্রত করে মনকে আপন প্রেরণায়।।


মন বাসনায় সব সময় কি জাগ্রত হয়
ভূবণ জয়ের প্রকৃত মানবের কল‍্যাণে?
না সব সময়ই মানুষের মনো বাসনাতে
একই রকমের জাগ্রত হয় না ঐ'ভাবনায়।।


তাই তো ওহে মানব জাতি আমরা ভেবে কি
দেখতে পাই না! বাসনায় জাগ্রত মন সব সময়ই;
প্রকৃত মানব কল‍্যাণে আসতে পারে কি?
অপ্রিয় বাসনা অনেকাংশে অকল‍্যাণ ডেকে এনে...


মানব জীবনকে বিতৃষ্ণাতে অসহায় করে তোলে।
তাই তো বাসনায় জাগ্রত মনকে বোঝাতে হবে
হায়'রে সর্বনাসি বাসনায় জাগ্রত মন এ কি!
সেই তরে করলে কাজ তবেই তো বাসনায়;


জাগ্রত মনের প্রকৃত সাধ পূরণ হবে মানব
নামক জীবনটিতে। ঐ'মনে জাগবে মানব
জীবনের প্রকৃত উদ্ভাসিতের কামনার সাধ!
যা সত‍্যই হবে যে বাসনায় জাগ্রত মন কামনা।


এর ব‍্যয়িত ঘটলেই ঐ' অপ্রিয় বাসনায় মন
জাগ্রতের হিতে অপলক রয়েই যাবে মানব
কল‍্যাণ নামক অস্বচ্ছতায় ভরা মন অপ্রিয়ে'
এসো না মানব জাতি প্রকৃত বাসনা জেনে ও'


বুঝে জাগ্রত করে নিজসহ সকলে জাগ্রত করি!
রই একে অপরের তরে কল‍্যাণময়ী মন চেতনায়
দেখতে পাবে কতটাই লাগছে ভাল! ঐ যে সেই
'প্রকৃত বাসনারই জাগ্রত মানব জীবন নামক মনে।।


===×××===
===×××===
বাণী: বাসনায় জাগ্রত মন হলেই চলবে না। বাসনায় প্রকৃত চাওয়াটা কি জেনে যা নিজসহ মানব কল‍্যাণে কাম‍্য। সেই তরে বাসনার জাগ্রত মন সারা মেলাতে হবে। অন‍্যথায় নহে। মানব মন হল এক ধরণের কখন-সখনও ঘোড়ার লাগামের ন‍্যায় অশ্বের রুপ নেয়। তাই মানব মনের সব বাসনাই সব সময় সঠিক হয় না। তাই জাগ্রত মনকে জেনে ও বুঝে চলে সঠিকভাবে ক ও উচিত কাজ করাটাই শ্রেয়।