বিবাহ মানে অর্থ পূর্ণ
হয় না তুলনা অন্যে।
সেই বিবাহে কেন ছলনা'
কেমন করে করে মানুষ?


ভাবতে অবাগ লাগে
আমরা মানুষ হয়ে হই
কিসের জন্যে অমানুষ?
হায়রে শত পরিচিত জন!


মূল্যবোধের অপরূপ শোভা
পিতা-মাতা হলে মিথ্যাচার
কি করে ঐ'পরিবার সন্তান
হবে সত্য-নিষ্ঠার অবিরচল?


মেয়ে ভাল প্রশংসায় পঞ্চমূখ
হয় কি তুলনা পরিবার সুখি!
এ'ধরা যেন অমন করেই চল
বহুরূপী মানুষ সমাজ বুকের।


অলস হয় কর্মঠ উচ্চারণ স্বর
কর্মঠ হয় বোকা হাদারাম বেশ;
প্রশংসার সেই জনেরাই যোগ্য
যারাই প্রশংসার কর্মে দাবীদার।


পরিবার পিতা-মাতা-সম্মানবোধ!
সন্তান-সন্তোতি একে অপর জনা।
তারাই তো বোধগম্যের অর্ধম্যজন
সুজলা-সুফলা-আত্মার-আত্মবলি।
××××××××××××××××××××××××
বাণী: বহুরূপী মানুষেরা সব সময় জিততে পছন্দ করে। ঐ'সকল লোকেরা কখনও হারতে জানে না। তাই তো তারা অচিরেই অর্ধপতনে কবলিত অসহায় জীবন ভোগ শেষে মৃত্যু বরণ করে থাকে। যা মানুষ হিসাবে জন্ম নেওয়াটাই তাদের জন্যে অভিষপ্ত ছাড়া আর কিছুই নয়।