যে উদ্দেশ্যে মেয়ে দেখতে যাকে দেখা
হয়েও হল না শেষে সেই মেয়ে দেখা।
লোভে পাপ আর পাপে মুত্যু ঐ'সেই
রূপকথার গল্পের মতন জানা অজানা।


প্রতিবেশী শত্রুতা বেশে বলে আরে
আপনারা তো অনেক ভাল পরিবার!
এই পরিবার মেয়ে কি করে মানায়?
আমার কাছে আছে মেয়ে দেখবেন!


তাহলে চলেন বেশ পরিবার মেয়েও
দেখার মতন। হাজারে একটা মেয়ে
যেমন মেয়ে তেমন পরিবার সকল।
সাথে মামা খালাতো ভাই বলে চল।


দেখি সেখানে গিয়ে কেমন পরিবার
মেয়ে কতটা ভাল এই মেয়ে হতে?
যে কথা সেই চলন যাওয়া হল ভাই
হঠাৎ উঠলো বাই দাদা দরবার যাই।


যাওয়া হয় বটে; দেখা হয় মেয়েকেও
পরিবার সকল যেন কতটা আপনত্ব!
সবই বেশি কথা-বার্তায় ঠাঁট-বাঁট রয়
চাল-চলন-পোশাক-আশাক-আধুনিক।


মডারেট বাবা ছিলেন প্রাইমারী স্কুল
শিক্ষক। ভায়েরা কেউ আন্ডর মেট্টক
কে্হ মেট্টক, কেউ বিএ, মেয়ে নাকি
বিএ পাশ ছোট বোন আইএ পড়ুয়া।


মায়ের নেই তেমন পড়া-শুনা তেলস
মাতিতে উস্তাদ। পারলে যেন সমাদর
বেশ করে। অমন করেই আলাপনীতে
সেরা। নেই তুলনা অন্য কোন গল্পের।


এমন করেই বলে কথা আপন শেষান্ত
মেয়ের তুলনা হয় না অপর কোন মেয়ে!
এতো ভাল মেয়ে হয় না দ্বিতীয় একটি
মাত্রই মেয়ে জন্মেছে তারই গর্ভধারণে।


এখনই মেয়ে ছেলের হাতে তুলেই দিতে
চাহে। কালক্ষেপণ নয়; কোন কাল সভ্যে।
ছেলেরা বলেন শোনেন ভাগ্য বলে কথা!
তারাহুরা করতে নেই ভবিষ্যৎ বলে কথা।


বিবাহ্ শাদী এমন একটি মধুর সম্পর্কের
জড়িত বেড়াজ্বাল নয়ন নয়নে ভালোবাসা!
হৃদয় বলে ভালো লাগা মনটি বেশ ভাল
হবে নারী পুরুষেরা মহত্ত্ব জীবনের সুখী।


সেই মনে রয় না যেন কোনই শূন্যতার
অপূর্ণতার অশোভা ভরামন পিপাসিতে।
জীবন চল আনমোনা সাধের দিগন্ত চল
কোন লুকোচুরি নয়; সব পরিস্কার কথা।


কোন গোপনীয় স্বপ্ন আঁকা নয় মানবে
মানুষ যদি হই আমরা। সেই মানুষেরা
কেন এক মানুষ হতে লুকোচুরি মন চোর?
এক দিন ঠিকই প্রকাশিত হবে তখন কি,


কেমনে লজ্জ্বার মাথা পরিবারে ঠেঁকাবে?
দাম্পত্ত জীবন যেন অপরূপ শোভার স্বপ্ন!
সেই স্বপ্ন শুরু যদি হয় মিথ্যা দিয়ে মনুষ্য
তারা মানুষ নয় (নারী-পুরূষ) লুকোচুরির।
×××××××××××××××××××××××××××××××
বাণী: সন্তানদের নিয়ে গর্ব করতে নেই। যে সকল মানুষেরা সন্তান-সন্ততি নিয়ে ফুল ফোঁটার পূর্বেই আত্মহারার স্বপ্নে বিভোরতা প্রকাশ করে। সেই গার্ডিয়ানদের সন্তান ভালো তো হয়ই না। বরং যাও বা হয় বড় হয়ে পিতা-মাতাকেই ভুরে যায়। সেই ক্সেত্রে পিতা-মাতাও বেয়াকুব আর সন্তানেরা তো বেয়াকুব'ই।