জীবন যেন একটিই সুন্দর যৌবন
মানুষ হিসাবে জন্ম জীবন-যাপন!
শিশুর মতন অবুলা ভাবনা মন'টি
এমন করেই জীবনবোধের গল্প।


রচিত অসাধারণ মানবদন্ড সুউচ্চ
মনন অপূর্ব ভাবনাতে গড়বে মন।
সেই মনটি যেন পায় সুন্দর জীবন
যোগ্য হবে সকল ক্ষেত্রে সর্বজনায়।


ঐ'মানুষ প্রেমামন জীবন চলমান
সাঁজবে একক সভ্যতা ভরা প্রাণ।
প্রশস্ত হৃদয়ে জাগা আপন ভূবন
প্রেম আশানুরূপ ভাগ্য রমণীজন।


কত স্বপ্ন আঁকা রইবে যৌবনের
সেই মতন জীবন লাভে ধন্যতা!
পাবে উষার আলো আকাশ খানা
কোন অবহেলা নয়; যোগ্যতায়।


একটি পরিবার বন্ধন সুন্দর মান
মর্যাদা পূর্ণতার অনন্যতা প্রকাশ।
যেন সবই দীপ্তমান চেতনার ফল
আসবে ঘরে জোঁনাকীর আলো।


হাসবে হাসাবে এক সৌন্দার্যের
অপরূপ শোভায় ভরপুর সন্তান।
কত কথা রয় দুনিয়ার সুখ-শান্তি
উপভোগ্য মিলন মেলা ধন্যতার।
××××××××××××××××××××××××
বাণি: বিবাহের পাত্র মানে গুরু দায়িত্বের এক অতি নগন্ন ব্যক্তি মানুষ বর-কন্যার। সেই মতে একজন বিবাহের জন্য পাত্র সত্যই যোগ্য হতে হয়। শুধু যৌবন জ্বালা মিটানোর উদ্দেশ্যে চাল-চুলা বিহীন বিবাহ করলে চলবে না। যা ভবিষ্যৎ অমঙ্গল ডেকে আনে। চাল-চুলাহীন বিবাহের পাত্রদের দাম্পত্ত জীবনে সুখ তো হয়ই না, বরং সমাজে কলহ-বিবাদ সৃষ্টি করে পরিবেশ নষ্ট করা ছাড়া আর কিছুই নয়।