মানুষের জীবন মানেই কষ্ট
আর কষ্ট মানেই কর্ম-ধর্ম!
রোগ-শোক-বালাই-দুঃখ
বেদনা ভরা এক মানদন্ড।


অনন্য অসাধারণে এমন
যেন এক আস্তার মূল্যতা।
সেই জীবন শিশুর বিকাশ
সমতা সাম্যের অপূর্বতা।


কিশোর-কিশোরী-কৌশর
গড়বে জীবন শত বাঁধায়।
আশার আলো জ্বালাবেই
একদিন সৌভাগ্য হৃদয়।


সুন্দর এক বিশালতায়
চলছি চলবো সেই মন!
স্বপ্ন জাগা প্রশ্নের অপূর্ব
চয়ন রচিত চমৎকারে।


যৌবন জোঁয়ার ভাটারই
সুফলা চল চল ছলাত!
পেতে পারে বিবাহ মন
এমন করেই জাতিগত।


করছে অপূর্ব খেলা প্রেম
আমরা সকল একইরূপ।
নেই তুলনা অন্য কিছুতে
সত্যই রয় বিবাহিত জন।


বিবাহিত জীবনের চাওয়া
রইবে অনন্য সুন্দর শোভা!
জীবন হবে স্বপ্নের সেরার
যৌবন-যুবক-যুবতী-যুগল।
×××××××××××××××××××
বাণী: যৌবনের এক অপূর্ব সমতা বজায় রাখতে মানুষকে প্রকৃত মানুষ হতে হবে। তবেই মানুষ মূল্যবান হতে পারবে। মানুষ যখন যোগ্য হয় আর যোগ্যতা অর্জন করত: বিবাহ যোগ্য পাত্র হলে পাত্রী আনলে ঘর পুরূষ যৌবনার আলোয় ভরবে। সেই বিবাহই এক আলোকময় আলোকিত পরিবার পারিবারিক বিবাহ বন্ধন মূলবোধ সংসার ধর্ম। অন্যথায় প্রেম প্রেম বিবাহ কখনও সুন্দর সামাজিক মর্যাদার পূর্ণতা বিবাহ মূলবোধ স্থান পায় না।