বিবাহের পাত্রের কেমন মন যেন আনচান!
অসাধারণ চেতনা বয়ে মনটি কয় কথা।
কত জল্পনা-কল্পনা-শতক-চেতনা-সমতা
কেমন করে কইবে কথা কি আছে কি নাই।


বর বলে কথা অজানাকে জানতে প্রাণটিতে
ছুটছে এক অতি মহৎ চেতনাতীত মনটির।
এমন বর আশা করবে স্ত্রী রয় যেন সুন্দর
মন;অপূর্ব উষা মেলা ঘর; বাসর-ভাঁধাস্বপ্ন।


কত দিন পহরে অপেক্ষিত হৃদয়-স্পন্দন
তা যাই পাই আর না্ পাই হতে পারি এক!
আলোক রশ্মির আকাশ ভরা তারার মেলা
সম সংসার-শর্দ-কর্ম-বড়-উঠান আপনত্ব।


সেই বর চাই; চাই না নেই যার-চাল-চুলা
কি যে আশার হাজার মান-মর্যাদা-পূর্ণতা
আমরা মানুষ জাতি হই যেন সুন্দর গুণের
একে অপরে পাই যেন মহত্বের অনন্যতা।
××××××××××××××××××××××××××
বাণী: বিবাহের পাত্র তো সেই যোগ্য পাত্র। যার বিবাহ করার মতন অর্থ-সম্পদ-কর্মঠ মনবল রয়। অন্যথায় যৌবন-যন্ত্রণাতে বিবাহের সাধ মেটাতে চাইলে সেই সকল বিবাহের পাত্ররা কখনও প্রকৃত পাত্র হতে পারে না।।